খেলা

বিশ্বকাপ দলে স্বমহিমায় হার্দিক

Hardik in the World Cup team

The Truth Of Bengal :  মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক বদলের পর থেকে হার্দিক পান্ডিয়ার সময়টা একদম ভালো যাচ্ছে না। মাঠে তিনি নামলেই তার বিরুদ্ধে নানান রকম স্লোগান ওঠে। ব্যাটে সেভাবে বড় রানও পাচ্ছিলেন  না। অথচ সেই হার্দিক পান্ডিয়া  সুযোগ পেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। নির্বাচকেরা তাঁর পাশে দাঁড়ালেন ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে পর্যন্ত হার্দিককে নিয়ে কম আলোচনা হয়নি।  তিনি আদৌ সুযোগ পাবেন কি পাবেন না তা নিয়ে দেশবাসীর মধ্যে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে। এই আলোচনা থামলো স্কোয়াডে  তার নাম দেখে। রোহিতকে করা হয়েছে অধিনিয়ক আর হার্দিক সহ-অধিনায়ক । পেস বোলিং অলরাউন্ডার হিসাবে হার্দিককে খুঁজে নিয়েছে বোর্ড। তাছাড়া আর কোনও বিকল্প নেই বোর্ডের  কাছে ‌ ।

জাতীয় দলের জার্সিতে হার্দিক এর আগে খারাপ পারফরম্যান্সের করেনি ।  তাই দেশ জুড়ে নানান আলোচনা হলেও আগরকররা তাঁকে সরানোর কথা ভাবেনি । এক কথায় রোহিতের পর বিসিসিআই অধিনায়ক হিসেবে হার্দিক কেই  দেখছে ।

 

Related Articles