খেলা

প্রথম ম্যাচেই জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করতে চান হাবাস

Habas wants to start I-League campaign with a win in the first match

Truth of Bangla: শুক্রবার থেকে ঢাকে পড়ে যাচ্ছে চলতি বছরের আই লিগের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ইন্টার কাশি মুখোমুখি হবে বেঙ্গালুরু স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হাবাস বাহিনী। এই ম্যাচে ২৪ ঘণ্টা আগে এক সাংবাদিক সম্মেলনে ইন্টার কাশির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ আন্তেনিও লোপেজ হাবাস এবং ফুটবলার সুমিত পাসি।

শুক্রবার প্রথম ম্যাচের আগে ইন্টার কাশির কোচ হাবাস জানান, যে কোনও দলের পক্ষেই প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আমারও প্রথম লক্ষ্যই থাকবে বেঙ্গালুরু স্পোর্টিংর বিপক্ষে ঘরের মাঠে জয় ছিনিয়ে নেওয়া। প্রতিপক্ষ বেঙ্গালুরুর দলকেও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন, সে কথাও জানাতে ভুললেন না প্রাক্তন সবুজ-মেরুন কোচ। উদাহরণ হিসেবে হাবাস লা-লিগা, বুন্দেশ লিগা, ইপিএল- সব দলরেই একটাই লক্ষ্য থাকে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। সেখানে আই লিগের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে কেন ? খেলাটা তো একটাই, ফুটবল।

আই লিগের লম্বা সিজন শুরু হওয়ার আগে তাঁর দলের প্রস্তুতি সম্বন্ধে বলতে গিয়ে, হাবাস বলেন, প্রস্তুতি ভালই হয়েছে। তবে প্রথম ম্যাচ দেখলে অনেককিছুই দুর্বলতা ধরা পড়বে। এবং সেইমতো পরবর্তী ম্যাচগুলোতে আমাদের পরিকল্পনা সাজাবো।

তাঁর দলের অন্যতম খেলোয়াড় জনি কাউকোর প্রশংসাও শোনা গেল হাবাসের গলাতে। কাউকোর সম্বন্ধে বলতে গিয়ে হাবাস জানান, কাউকো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। চোট কাটিয়ে মাঠে ফিরেও সবুজ-মেরুনে ও যেরকম সার্ভিস দিয়েছে তার তুলনা হয় না। আমি আশাবাদী ইন্টার কাশির হয়েও কাউকোর আমরা একইরকম সার্ভিস পাবো।

পাশাপাশি প্রতিপক্ষ দল সম্বন্ধে বলতে গিয়ে হাবাস বলেন, শুনেছি বেঙ্গালুরু স্পোর্টিং যথেষ্ট শক্তিশালী দল। এর আগে আমি ওদের খেলা দেখলেও, বেঙ্গালুরু দলেও অনেক ভাল খেলোয়াড় নিশ্চয় আছেন। আমি প্রতিপক্ষকে সমীহ করলেও, অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ।

Related Articles