খেলা

আবেগ উসকে দিতে কলকাতায় পা গম্ভীরের, ঠিক যেন ঘরের ছেলের ঘরে ফেরা

Gambhir came to Kolkata

The Truth of Bengal: ঠিক যেন ঘরের ছেলের ঘরে ফেরা। এবার কলকাতায় এলেন গম্ভীর। আর কয়েকটা দিন পরে শুরু হবে আইপিএল। তার আগে এবার দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় এলেন গৌতম গম্ভীর। দীর্ঘদিনের ট্রফির খড়াকাটাতে এবার গৌতম গম্ভীর কে দায়িত্বদেওয়া হয়েছে, মেন্টরের ভূমিকায় তাকে দেখা যাবে। কলকাতায় ফিরে এসেই তিনি জানিয়েছেন , কেকেআর একটা আবেগ , একটা ভালোবাসা। ঘরের ছেলের ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন কেকেআর সমর্থকেরা।

এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর। প্লে অফে গেছে ৫ বার। গৌতম নিজেও ভীষণ খুশি কেকেআরে ফিরতে পেরে। কলকাতা বিমান বন্দরে পা রেখেছেন গৌতম গম্ভীর , রিঙ্কু সিং রা । তাদেরকে দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। গৌতম আসার সঙ্গে সঙ্গেই আইপিএলের দামামা ও তারা বাজিয়ে দিলেন ।

আবারও বেগুনি এবং সোনালি জার্সি পরবেন তিনি তার ভেবৈই খুশি সকলে । তার হৃদয়েও ট্রফি জয়ের আনন্দ রয়েছে । সিটি অব জয়ে ফিরে এসেছেন । তিনি জানিয়েছেন তিনি ক্ষুধার্ত। ট্রফি জয় করবেনই । বিগত ন’বছর কলকাতা ট্রফি পায়নি। আগামী ২৩ মার্চ কেকেআর আইপিএল অভিযান শুরু করবে । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে নাইট রাইডার্সের দল। বিশেষজ্ঞরা বলছেন দর্শকদের জন্যই কলকাতায় এলেন। কলকাতা তার ঘর বলে তিনি সব সময় বলে এসেছেন।

Related Articles