খেলা

FIFA The Best 2025: ব্যালন ডি’অরের পর এবার ‘ফিফা দ্য বেস্ট’! ইয়ামালকে হারিয়ে বিশ্বসেরা উসমান দেম্বেলে

মহিলাদের ফুটবলে ‘ফিফা দ্য বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি।

Truth of Bengal: ব্যালন ডি’অরের পর ফের বিশ্ব ফুটবলের বর্ষসেরা শিরোপা উসমান দেম্বেলের দখলে। ফিফা আয়োজিত ‘দ্য বেস্ট’ পুরস্কারে ২০২৪-২৫ মরশুমের সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের এই তারকা। মনোনয়ন পেলেও স্পেনের বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল এবারও শীর্ষ পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে মহিলাদের বিভাগে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি চলতি বছর ব্যালন ডি’অরও জিতেছেন।দুর্দান্ত একটি মরশুম কাটিয়েছেন উসমান দেম্বেলে। প্যারিস সাঁ জার্মাঁর হয়ে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও খেলেছে তাঁর দল। গোটা মরশুমে ৩৫টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সের সামনে কিছুটা ম্লান হয়ে পড়েন ইয়ামাল।

মহিলাদের ফুটবলে ‘ফিফা দ্য বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি। স্পেনের এই মিডফিল্ডার টানা তিন বছর এই শিরোপা জিতলেন, যা বিশ্ব ফুটবলে এক উল্লেখযোগ্য নজির। ক্লাব ও দেশের জার্সিতে তাঁর ধারাবাহিকতা এবং বড় ম্যাচে পারফরম্যান্সই তাঁকে ফের সেরার মুকুট এনে দিয়েছে।ফিফার বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির জিয়ানলুইজি দোনারুমা। যদিও তাঁর এই সাফল্যের বড় ভিত্তি পিএসজি-র হয়ে খেলা। ফ্রান্সের ক্লাবের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইতালিয়ান গোলরক্ষকের। মহিলাদের বিভাগে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন।

পুসকাস অ্যাওয়ার্ড, অর্থাৎ বছরের সেরা গোলের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার সান্তিয়াগো মন্তিয়েল। গত মে মাসে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে করা তাঁর চোখধাঁধানো ওভারহেড কিক এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়। পুরুষদের ফুটবলে বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন পিএসজি’র লুইস এনরিকে।তবে ফিফার ঘোষিত পুরুষদের ‘সেরা একাদশ’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই দলে জায়গা পেয়েছেন দোনারুমা, আছরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ভ্যান ডাইক, নুনো মেন্দেজ, কোল পামার, জুড বেলিংহ্যাম, ভিটিনহা, পেদ্রি, লামিনে ইয়ামাল ও উসমান দেম্বেলে। কিন্তু জায়গা হয়নি বার্সেলোনার রাফিনহা কিংবা লিভারপুলের মহম্মদ সালাহর।

রাফিনহার বাদ পড়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর স্ত্রী নাতালিয়া রড্রিগেজ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এবার আর কিছুই লুকোনো হচ্ছে না। রাফিনহা কি বাস্কেটবল খেলে? এটা স্পষ্ট অন্যায়।’ উল্লেখযোগ্য ভাবে, গত মরশুমে রাফিনহা ৬৪ ম্যাচে ৩৮টি গোল করার পাশাপাশি ২৩টি অ্যাসিস্ট করেছিলেন।সব মিলিয়ে দেম্বেলের রাজত্বের মধ্যেও ‘দ্য বেস্ট’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ পর্যন্ত বিতর্কের আবহেই শেষ হল।