
Truth of Bengal: পাকিস্তান সফরের সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী ব্যক্তি ক্যাসেল ইডেন এলাকায় তাঁর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সে সময় স্টোকসের স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি বাড়িতেই ছিলেন। তাঁরা কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি, তবে এই ঘটনার মানসিক প্রভাব তাঁদের ওপর পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস এই ঘটনা জানিয়ে পোস্ট করেছেন। হারিয়ে যাওয়া জিনিসপত্রের ছবি দিয়ে সেখানে স্টোকস অপরাধীদের খুঁজে বের করা আহ্বান জানিয়েছেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি যখন ঘটেছে সেই সময় তাঁর স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাড়িতে ছিল। তবে পরিবারের কেউ শারীরিকভাবে আহত হয়নি , এটাই স্বস্তির । তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের মানসিকভাবে আঘাত করেছে।
স্টোকস যোগ করেছেন, ‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যিনি এই কাজ করেছেন, তাকে খুঁজে বের করা।’
স্টোকসের চুরি হয়ে যাওয়া জিনিসের মধ্যে আছে ২০২০ সালে সম্মানসূচক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদক, ইংল্যান্ড ক্রিকেটের আংটি এবং সিংহের মাথার ডিজাইনে বানানো একটি নেকলেস। পাকিস্তানের সফরের ফলও স্টোকসদের পক্ষে যায়নি। প্রথম টেস্ট জেতার পর টানা দুই টেস্টে হেরে সিরিজ হেরেছে ইংল্যান্ড।