খেলা

নাসাফ এফসির বিপক্ষে শেষ ম্যাচে জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গলের

প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মূল পর্বের গ্রুপের প্রথম ম্যাচে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই কিন্তু পরাজয়ের মুখোমুখি হতে হয় মহিলা মশাল বাহিনীকে।

Truth Of Bengal: আগামী রবিবার এএফসি ওমেন চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের গ্রুপ বি-তে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল। উহানের হানকু কালচার অ্যান্ড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত সেই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ হল উজবেকিস্তানের দল পিএফসি নাসাফ। ম্যাচ শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে।

প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মূল পর্বের গ্রুপের প্রথম ম্যাচে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই কিন্তু পরাজয়ের মুখোমুখি হতে হয় মহিলা মশাল বাহিনীকে। তবুও গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। একই স্থানে তাদের সঙ্গে যৌথভাবে রয়েছে ইরানের ক্লাব বাম খাতুন এফসির সঙ্গে। কিন্তু লাল-হলুদ তাদের থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে। সুতরাং রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করলেই কার্যত নক-আউটে পর্বে নিজেদের যোগ্যতা অর্জন করে নিতে পারবে। আবার অপর দিকে যদি তারা শেষ ম্যাচে পরাজিতও হয় তাহলেও গ্রুপের তৃতীয় সেরা দুটি দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে ইস্টবেঙ্গলের কাছে, যদি না তারা শেষ ম্যাচে ২ গোলের বেশি গোল খায়।

এই টুর্নামেন্টে লাল-হলুদ এখনও অবধি জয়ের স্বাদ পেলেও, তাদের প্রতিপক্ষ পিএফসি নাসাফ এখনও জয়ের স্বাদ পায়নি। প্রথম ম্যাচে উংহান জিংদার সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে তাদের পরাজিত হতে হয় বাম খাতুনের বিপক্ষে। এখন দেখার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের ফলাফল কি হয়।

ম্যাচের আগে লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ জানান, ‘এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ম্যাচ জেতা মানে আমার দলের কাছে এক কঠিন পরীক্ষা। তবে আমরা শুধু ক্লাবের নয়, দেশেরও প্রতিনিধিত্ব করছি। সুতরাং মাথায় রাখতে হবে নাসাফের বিপক্ষে ম্যাচে জয় নিয়েই আমরা পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করব। ’

 

Related Articles