খেলা

ইস্টবেঙ্গলে নতুন চমক! কেরালা ব্লাস্টার্স থেকে আসছেন প্রভসুখন

East Bengal FC

The Truth of Bengal: লাল হলুদে এবার নতুন চমক। কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গল শিবিরে জয়েন করছেন প্রভসুখন গিল। তিন বছরের চুক্তিতে তিনি জয়েন করলেন। তবে ২২ এর এই পাঞ্জাব তণয়ের মনে মনে ইচ্ছা ছিল ইস্টবেঙ্গলে জার্সি গায়ে চাপানোর। সেই স্বপ্ন পূরণ হচ্ছে প্রভসুখনের। শতাব্দী প্রাচীন এই ক্লাবে যোগ দিয়ে তিনি সম্মাণিত বোধ করছেন। তিনি আগামী তিন বছর থাকবেন ইস্টবেঙ্গলে। এবার কেমন পারফর্ম করবেন প্রভসুখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

কার্লোস কুয়াদ্রতকে আইএসএলে বেঙ্গালুরু এফসিতে ২০১৯ সালে ডেভিউ করার সময় দেখেছিলেন কার্লোস কুয়াদ্রতকে। তিনি চেনেন প্রভসুখন গিলকে। প্রভসুখনের উন্নতিতে তিনি আপ্লুত। এবার দল হলুদে জয়েন করছেন প্রভসুখন খুশি লাল হলুদ কোচ কুয়াদ্রত। এদিকে ২০২১-২২ আইএসএলে প্রভসুখন পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস।

কার্লোস বলেন, তিনি ইস্টবেঙ্গলে জয়েন করার পর থেকে চেয়েছিলেন প্রভসুখনের সঙ্গে কাজ করতে। সেটা ইনভেস্টর ও ক্লাব কর্তারা শুনেছেন বলেই তিনি জানিয়েছেন, সঙ্গে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। প্রভসুখন যে দর্শকদের একটুও হতাশ করবেন না তা উল্লেখ করে বলেন কুয়াদ্রত। কুয়াদ্রত প্রভসুখনের ২১-২২ এর গোল্ডেন গ্লাভসের প্রসঙ্গ উল্লেখ করে বলেন , ও  গোল্ডেন গ্লাভস জিতেছে, সেটাই প্রমাণ করে ও কতটা উন্নতি করেছে ।

Related Articles