রেফারিং নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ইস্টবেঙ্গলের
East Bengal plans to meet with the Union Sports Minister about refereeing

Truth Of Bengal : আইএসএল-এ মঞ্চে দীর্ঘদিন ধরে রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হতে হয়েছে বলে অভিযোগ করে আসছিল ইস্টবেঙ্গল। গত ডার্বি ম্যাচেও যেভাবে দলের অন্যতম ফুটবলার সৌভিক চক্রবর্তীকে লাল-কার্ড দেখানো হয়েছে সেটি সম্পূর্ণ অনায্য বলেই দাবি ইস্টবেঙ্গল কর্তাদের। কিন্তু সোমবার এই বিষয়ে ফেডারেশনের চিফ রেফারি ট্রেভর কাটলে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গত দ্বিতীয় ডার্বি ম্যাচে রেফারি ভেঙ্কটেশ যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সম্পূর্ণ সঠিক। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় এবং এবং ক্লাব সচিব রূপক সাহা।
সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘আইএসএল-র মঞ্চে ইস্টবেঙ্গল বার বার রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে এসেছি। কিন্তু তাতে ফল কিছু হচ্ছে না। এবার আমরা এর স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রীর কাছে দেখা করে পুরো বিষয়টি জানাতে চাই। দেখি কিছু সমাধান হয় কি না।’
শীর্ষকর্তা আরও বলেন, ‘শুধু আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়াই নয়, আমাদের ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে। এটা কেন হবে! অথচ আইএসএল-এ খেলা অন্য দলগুলোর ক্ষেত্রে তা হচ্ছে না। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। এইভাবে দীর্ঘদিন চলতে পারে না।’
ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় বলেন, ‘সোমবার ট্রেভর কাটল সাংবাদিক সম্মেলনে যে কথাটা বলে কি প্রমাণ করলেন যে, ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ধারাভাষ্যকার এবং ফুটবল অ্যানালেসিসরা কিছুই বোঝেন না। আমরা না হয় ভুল বলতে পারি, কিন্তু তাঁরা তো ভুল বলবেন না। কেননা দীর্ঘদিন তাঁর ফুটবল নিয়ে তাঁরা কাজ করে চলেছেন।’
এরপর এক প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আইএসএল-এ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে ক্লাব তাঁর বিরুদ্ধে সরব হয়ে আন্দোলন চালিয়ে যাবে শেষ দিন পর্যন্ত। এমনকি কোনও কঠিন পদক্ষেপ গ্রহণ করতেও তারা পিছপা হবে না।