খেলা

ডায়ামান্টাকোসকে নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল

The Truth Of Bengal: একের পর এক বিদেশী খেলোয়াড় এসেছেন ইস্টবেঙ্গলে । তারা সমৃদ্ধ করেছে ইস্টবেঙ্গল কে । এবার  কেরালা ব্লাস্টার্সের  হয়ে খেলা ফুটবলার  দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল । কারণ কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি  ১৭ ম্যাচে  ১৩ গোল করেছেন তিনি ।

মোহনবাগান যখন তাদের পালতোলা নৌকা নিয়ে দ্বিতীয় আইএসএল ট্রফি ঘরে তোলার চেষ্টা  করছে ঠিক তখনই অন্য চিত্র ইস্টবেঙ্গলে । মশালে  নতুন  স্ফুলিঙ্গ যোগ করতে নতুন খেলোয়াড়ের আনার দিকে ঝুঁকে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ।
তিনি হলেন , কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলা দিমিত্রিয়স ডায়ামান্টাকোস । তাকে এবার লাল হলুদ শিবির নেওয়ার জন্য ঝাঁপিয়েছে  । কারণ এই দিমিত্রিয়স  চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে ।  কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি চলতি আইপিএলে ১৭ ম্যাচে   ১৩ গোল করেছেন ।

আইএস্এলে তার পারফরমেন্স বেশ নজর কাড়া । সেকারণে তার দিকেই ঝুঁকছে লাল হলুদ শিবির । ৩১ বছর বয়সে এই স্ট্রাইকার কে নেওয়ার জন্য এর আগে বেশ কয়েকটি দল ঝাঁপিয়েছিল তার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল। তবে দিমিত্রিয়স কোনো ক্লাবের হয়ে সম্মতি জানায়নি । এদিকে তাকে দলে  নেওয়ার জন্য ইস্টবেঙ্গল প্রথম থেকেই পড়ে রয়েছে।  ইস্ট বেঙ্গলের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেননি । ফলত  তার লাল হলুদ জার্সি পড়ে খেলার  সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। আইএস এলে  যে দাপটের সঙ্গে পারফর্ম করে চলেছেন দিমিত্রিয়স  সেটা যদি আগামী মরসুমে লাল হলুদের জার্সি পরে  করেন তা নিঃসন্দেহে শক্তি বাড়াবে ইস্টবেঙ্গলের।

এর আগে ভারতে আসার আগে তিনি  গ্রীসের জাতীয় দলের হয়েও খেলেছেন । জানা গিয়েছে , দিমিত্রিয়সকে  দলে নেওয়ার জন্য  রেকর্ড অঙ্কের চুক্তির প্রস্তাব রেখেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে এসেছেন একের পর এক বিদেশী খেলোয়াড়।  এদিকে ইস্টবেঙ্গলের একের পর এক খেলোয়াড় চোট আঘাতে বিদ্ধস্ত । সেই অবস্থায় কোচ কুয়াদ্রত  অনেক ভেবে চিন্তে নতুন খেলোয়াড়দেরকে দলে আনতে চাইছেন । এ বছর লাল হলুদ শিবিরে এসেছেন ভিক্টর ভাসকেজ , ফেলিসিও ব্রাউনের মতো খেলোয়াড়রা।

Related Articles