খেলা

গোলের সুযোগ নষ্ট  করল ইস্টবেঙ্গল

East bengal isl

The Truth of Bengal: নর্থ ইস্ট ইউনাইটেড এর বিপক্ষে গত ম্যাচে ইস্ট বেঙ্গল দুরন্ত জয় লাভ করলেও এই ম্যাচে গোল করতে পারল না। গোল শূন্য ড্র হলো । গত ম্যাচে ৫ -০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল কুয়াদ্রতের দল । আর এই ম্যাচে গোলের দেখা নেই । পাঞ্জাবের বিরুদ্ধে কার্যত খালি হাতেই ফিরতে হলো ইস্টবেঙ্গলকে । শুরু থেকে আক্রমনাত্মক মেজেছে খেললেও শেষ পর্যন্ত একটা গোলেরও দেখা  পাওয়া যায়নি। না পাঞ্জাব কোন গোল করতে  পেরেছে না ইস্টবেঙ্গল ! তবে খেলার ঝাঁজ যথেষ্ট বেশি ছিল। নর্থইস্ট এর বিপক্ষে গত ম্যাচে জয়ের পর কোচ বলেছিলেন এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। সেই ম্যাচে গোল করা ক্লেটন  বলেছিলেন ম্যাচটা একদম সহজ ছিল না ।

ম্যাচটা খুবই কঠিন ছিল! গত ম্যাচে ক্লেটনরা  সমর্থকদের  আশা কে  কয়েক গুণ বাড়িয়ে দিয়ে এই ম্যাচে একেবারে ড্র করে সেই আশায় যেন জল ঢেলে দিল। পাঞ্জাব আই এস এলে  নতুন দল ।তারা এর আগে ম্যাচ খেলেনি ।‌ এবার পাঞ্জাবকে ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় খালি হাতেই ফিরতে হয়েছে। তবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করে উঠতে পারল না কেন এই প্রশ্ন রয়েছে সমর্থকদের মধ্যে। কুয়াদ্রাত জানিয়েছেন , বোরহা ও খাবরা  এই দুই প্লেয়ার গত ম্যাচে চোট পেয়েছিল,  যদিও খাবরা এই ম্যাচে অর্থাৎ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেনি।

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেল খাবড়া । তার প্রভাব পড়েছে এই ম্যাচে ।  খাবরা শুধুমাত্র একজন প্লেয়ারই নয় তিনি একজন লিডার। তিনি থাকলে হয় তো সহজেই জয় আসতো লাল হলুদ শিবিরে এমনটাই মনে করছেন সমর্থকরা। বিপক্ষ দলের সমর্থকরা বলছে ইস্টবেঙ্গল মরুভূমির মরীচিকার মতো হারিয়ে গিয়েছে যদিও তা ভুল প্রমাণ করার জন্য পরবর্তী ম্যাচ কে টার্গেট করেছে। ম্যাচে অনেকবার আক্রমণাত্মক মেজাজে  দেখা গেল শেষ পর্যন্ত গোল করে উঠতে পারেনি। প্রতিবছর নিয়ম করে ইস্টবেঙ্গল কোচ বদল করলেও জয় অধরাই থেকে যাচ্ছে । কুয়াদ্রাতের আমলেও যেন সেই ট্রাডিশান চলে আসছে।

Related Articles