খেলা

অবসরের পরিকল্পনা! জয়ের পর মুখ খুললেন ধোনি

Dhoni opens up about retirement plans after victory

Truth Of Bengal: কেকেআরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে বুধবার জয় পেয়েছে সিএসকে। তবে এবারের আইপিএলের আগের ম্যাচগুলিতে খুব একটা বেশি জয় পায়নি চেন্নাই। সেইকারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছে হলুদ ব্রিগেড। তবুও বুধবার ইডেনে ধোনি অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। দর্শকদের এই সমর্থন পেয়ে আপ্লুত ধোনি ম্যাচ শেষে নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে ধোনি বলেন, ‘অনেকদিন ধরেই খেলছি। এখন আমার বয়স ৪৩ বছর। এখন অবসরের কথা ভাবিনি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছয় থেকে আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। তবে সর্বত্র আমি যে ভালবাসা পাই সেটা সত্যিই অভূতপূর্ব।’ এখান থেকেই স্পষ্ট যে, এখুনি অবসর নিচ্ছেন না ধোনি।

উল্লেখ্য, বুধবার ইডেনের মাঠে ধোনি নামতেই গর্জনে ফেটে পড়ে গ্যালারি। উঠে ‘ধোনি, ধোনি’ রব।  দর্শকদের এই সমর্থনে ব্যাট হাতে ধোনি ১৮ বলে ১৭ রান করেন। তাঁর ইনিংসে একটি মাত্র ছক্কা রয়েছে। সেটি মারেন শেষ ওভারে। ম্যাচের  এক সময় ১৮০ রান তাড়া করতে নেমে বেশ চাপেই পড়ে গিয়েছিল সিএসকে। পাওয়ার প্লেতেই আধা সিএসকে দল সাজঘরে ফেরত যায়।

সেই পরিস্থিতিতে ৪০ বলে ৪৫ রান করেন  শিবম দুবে। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। শেষ পর্যন্ত অভিজ্ঞ ধোনি সেই কাজটা করেন। আর তাতেই ধোনি শেষবেলায় মনে করালেন, তাঁর ফিনিশার সত্তা এখনও ফুরিয়ে যায়নি। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। আন্দ্রে রাসেলের প্রথম বলেই ছক্কা মেরে কেকেআরের প্রত্যাঘাতের স্বপ্নের দফারফা করে দিলেন ধোনি।

Related Articles