
The Truth of Bengal: ক্রিকেট বিশ্বে করোনার থাবা ফের ফিরে এসেছে। সেকারণে এর আগে ক্রিকেটার মিচেল স্যান্টনা ছিটকে গিয়েছিলেন। ভয়াবহতার কথা মাথায় রেখে এই কিউই তারকাকে আইসোলেশনে রাখা হয়েছিল। আর এবার আরো এক ক্রিকেটারের করোনা পজেটিভ এসেছে। ডেভন কন্ওয়ে কোভিডের কবলে পড়েছেন। ছিটকে গেলেন তিনিও। চোট আঘাত নয়। করোনাতে কাবু হচ্ছেন খেলোয়াড়রা। তার পাশাপাশি তার সুস্থতার কথা মাথায় রেখে তাকে রাখা হয়েছে আইসোলেশনে।
তিন বছর আগে করোনার কবলে পড়েছিল গোটা বিশ্ব। মহামারীতে প্রাণ গিয়েছিল বহু মানুষের। বহু খেলোয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন , সেই স্মৃতি যেন ফের ফিরে এলো। স্যান্টনারের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট টিম খুব বেশি দুশ্চিন্তা প্রকাশ করেনি। এবার ও ডেভনের করোনায় আক্রান্ত হ্ওয়ার জন্য নিউজিল্যান্ড টিম খুব একটা উদ্বেগ প্রকাশ করেনি তবে। আইসোলেশনে রাখা হয়েছে তাকে।
নিউ জিল্যান্ডের তরফে এক্সে জানানো হয়েছে , কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। রিপোর্ট পজিটিভ হওয়ার পর টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন কনওয়ে। উল্লেখ্য , স্যান্টনা ও ডেভন খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের। একের পর এক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হওয়ার কারণে কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখল গোটা টিমকে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।