ডার্বির আঁচ ময়দানে, মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল…
Derby's hot field, from the formation of two parties to support each other.

The Truth Of Bengal: যত এগিয়ে আসছে ডার্বির সময় তত বাড়ছে উত্তেজনা। ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে একে অপরের । রণ কৌশল সাজাচ্ছে দু দলের কোচই । দু দলের রণকৌশলে গোল যেমন তারা খাবে না গোল তেমন করতেও দেবে না ।
ফুটবলে ডার্বি মানে আলাদা উত্তেজনা, উন্মাদনা। উত্তেজনা যেমন থাকে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা যায় সমর্থকদের মধ্যেও। এবার সেই ডার্বি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। এই দুই দল মুখোমুখি হবে মানে চরম উত্তেজনার তৈরি হবে দুদলের সমর্থকদের মধ্যেই। এদিকে মোহনবাগানে এসেছেন হাবাস। ম্যাচের আগে খেলোয়াড়দের কে নিজের মতো করে নতুনভাবে তৈরি করে নিচ্ছেন হাবাস। মোহনবাগানের সেই সেরা খেলোয়াড় শুভাশিস বসু, বিশাল কাইথ, লিস্টন কোলাসো , সাহাল আব্দুল সামাদ , অনিরুদ্ধ থাপা, মনবীর সিং , দীপক টাংরীদের মতো খেলোয়াড়রা এখন দোহাতে তে জাতীয় দলের সঙ্গে । সেই সেরা ৭ ফুটবলার ছাড়া এবার এই লড়াই-এ নামতে হচ্ছে মোহনবাগানকে।
প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন রণকৌশল সাজান তা নিশ্চিত করছেন হাবাস। ডার্বির উত্তেজনায় লাল হলুদ ও সবুজ মেরুন দলে রীতিমতো পারদ চড়তে শুরু করেছে। দু দল ই এখন বেশ ভালো ফর্মে রয়েছে । এর আগে মোহনবাগান যেমন জয় দিয়ে বছর শুরু করেছে তেমন লাল হলুদ শিবির ও জয় দিয়ে বছর শুরু করেছে। কেউ যে কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবেন না তা একেবারে স্পষ্ট। জানা গেছে দলের ম্যানেজার ক্লিফোর্ড মিরান্ডাই দল পরিচালনা করবেন । থাকবেন হাবাস অবশ্য গ্যালারিতেই থাকবেন । কোচিং করাবেন। দু দলই চাইছে প্রতিপক্ষকে গোল করতে না দিতে । আর সেই মানসিকতা নিয়েই মুখোমুখি এই প্রথম সুপার কাপে মুখোমুখি হবে দুদল । এই ডার্বি হতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
Free Access