অনূর্ধ্ব-১৭ টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের সেরা বাংলার সিন্ড্রেলা দাস
Cinderella Das of Bengal is the best in the country in the U-17 Table Tennis National Championship

Truth Of Bengal : অনূর্ধ্ব-১৭ টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগের সোনা ও রুপো এল বাংলার ঘরে। গোয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিন্ড্রেলা দাস। ফাইনালে এই বঙ্গ তনয়া হারিয়েছে বাংলারই নন্দিনী সাহাকে ৩-১ ব্যবধানে হারিয়ে। ফাইনালের শুরুটা অবশ্য করেছিল নন্দিনী প্রথম গেমে সিন্ড্রেলাকে ১১-৬ ব্যবধানে হারিয়ে। দ্বিতীয় গেমে অবশ্য ম্যাচে ফেরে সিন্ড্রেলা। ১১-৬ পয়েন্টে জিতে নেয় দ্বিতীয় গেম। এক বার ছন্দ পেয়ে যাওয়ার পরে সিন্ড্রেলাকে আটকাতে পারেনি নন্দিনী। তৃতীয় গেম সিন্ড্রেলা জেতে ১১-৫ পয়েন্টে। চতুর্থ গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু শেষ পর্যন্ত ১২-১০ পয়েন্টে সেই গেম জিতে চ্যাম্পিয়ন হয় সিন্ড্রেলা।
এই টুর্নামেন্টের সেমিফাইনালে সিন্ড্রেলা ও নন্দিনী দু’জনই মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের প্রতিযোগীর বিরুদ্ধে। সেখানে মহারাষ্ট্রের দুই প্রতিযোগীকে হারানোর পরই জোড়া পদক নিশ্চিত করে নিয়েছিল বাংলার দুই প্রতিযোগী।