Champions League: সালাহ ছাড়াই লিভারপুলের জয়! ইন্টারের বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টিতে আর্নে স্লটের বাজিমাত
মিলানে ইন্টারের বিরুদ্ধে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে জয় তুলে নিল আর্নে স্লটের দল।
Truth of Bengal: মহম্মদ সালাহকে ছাড়াই গুরুত্বপূর্ণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেমেছিল লিভারপুল। তবুও মিলানে ইন্টারের বিরুদ্ধে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে জয় তুলে নিল আর্নে স্লটের দল। অন্যদিকে বার্সেলোনার জয়ের রাতে কোচের সিদ্ধান্তে চরম অস্বস্তি প্রকাশ করলেন লেমিনে ইয়ামাল। টটেনহ্যাম জিতলেও হোঁচট খেল চেলসি।
ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচে ৮৮ মিনিটে জয়দায়ী গোলটি করেন ডোমিনিক সোবোস্লাই। বক্সের মধ্যে ফ্লোরিয়ান ভির্তজের জার্সি আলেসান্দ্রো বাস্তোনি টেনে ধরায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি ফেলিক্স জয়ার। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইন্টারের অধিনায়ক পিয়োতর জ়িয়েলিনস্কি বলেন, এই ধরনের ফাউলে পেনাল্টি দিলে প্রতিটি ট্যাকলই পেনাল্টি হয়ে যাবে। এমনকি লিভারপুলের অ্যান্ডি রবার্টসনও সিদ্ধান্তটিকে ‘হালকা’ বলে মন্তব্য করেছেন।এই জয়ে ছ’টি ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ১২। তারা প্রথম আটে উঠে এসেছে। সালাহকে দলে না নেওয়ায় শুরু থেকেই আলোচনা তৈরি হয়েছিল। মিশরের তারকা নিজের শরীরচর্চার ছবি পোস্ট করে বিতর্ক উসকে দেন। তবে সমর্থকেরা কোচ আর্নে স্লটের পাশেই দাঁড়িয়েছেন। ম্যাচের আগে ও পরে মিলানে স্লটের নামে জয়ধ্বনি শোনা যায়। স্লট বলেন, কঠিন সময়ে একসঙ্গে লড়াই করলে সব বাধা পেরোনো সম্ভব।
অন্য ম্যাচে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে জুলে কুন্দের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ ক্লাবটি। তবে ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে তাঁকে তুলে নেওয়ায় কোচ হান্সি ফ্লিকের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তরুণ তারকা লেমিনে ইয়ামালকে। হলুদ কার্ড থাকায় তাঁকে তুলে নেওয়া হয়েছিল বলে জানান কোচ। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টে অবদান রাখার নজির গড়েন ইয়ামাল।ইংল্যান্ডের অন্য দুই ক্লাবের মধ্যে টটেনহ্যাম হটস্পার স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারায়। আত্মঘাতী গোল ও দুটি পেনাল্টির সুবাদে সহজ জয় পায় তারা। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্লাব কিংবদন্তি সন হিউং-মিন। তিনি ম্যাচ শেষের পর প্রাক্তন ক্লাবের সমর্থকদের অভিবাদন জানান। অন্যদিকে চেলসি পিছিয়ে থেকেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেনি। আটালান্টার কাছে ১-২ গোলে হেরে যায় তারা। জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে গেলেও জিয়ানলুকা স্কামাচ্চা ও চার্লস দে কেটেলায়েরের গোলে ম্যাচ হাতছাড়া হয়।এছাড়াও বায়ার্ন মিউনিখ স্পোর্টিং লিসবনকে ৩-১ গোলে হারিয়েছে। ১৭ বছরের লেনার্ট কার্ল দুরন্ত ভলিতে নজর কাড়েন। আতলেতিকো মাদ্রিদ ৩-২ গোলে পিএসভি-কে, মোনাকো ১-০ গোলে গালাতাসারাইকে এবং অলিম্পিয়াকোস কাজাখস্তানের কাইরাতকে ১-০ ব্যবধানে হারিয়েছে।





