খেলা

অলিম্পিক্সের আগে চোটে কাহিল নীরজ

THE TRUTH OF BENGAL : জুলাইয়ের শেষেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। হাতে আর আর খুব বেশি সময় ও নেই । এদিকে ভারতের চিন্তা বাড়ালেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের আগে চোটে কাহিল‌ তিনি । সাম্প্রতিক সময়ে নীরজ পাভো নুরমি গেমসে স্বর্ণপদক জিতেছেন । দেশের মাটিতে হ্ওয়া ফেডারেশন কাপে ও তিনি পদক জিতেছেন । প্যারিস অলিম্পিক্স ছাড়াও রবিবার থেকে অনুষ্ঠিত হতে চলা প্যারিস ডায়মন্ড লিগে অংশ নিতে পারবেন না তিনি ।

জানা গিয়েছে , তার অ্যাডাক্টর পেশিতে চোট রয়েছে। সে কারণে পা ঠিকমতো নাড়াতে পারছেন না নীরজ। সে কারণে প্যারিস ডায়মন্ড লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নীরজ । এ বিষয়ে নীরজ জানিয়েছেন , তিনি যখন জ্যাভলিন থ্রো করতে যাচ্ছেন , পায়ে টান ধরছে। প্যারিস অলিম্পিক্সের পর আমি চিকিৎসকদের পরামর্শ নেব। এখন আপাতত ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠাই লক্ষ্য নীরজের । তিনি বলেছেন, যখন তার অভিজ্ঞতা কম ছিল, তখন সব প্রতিযোগিতাতেই যোগ দিতে চাইতেন । সব মিলিয়ে প্যারিসে তিনি নামতে পারেন কিনা সেদিকেই লক্ষ্য রাখছে দেশবাসী।

 

Related Articles