
The Truth of Bengal: গত বছরের ডিসেম্বরেই জানা গেছে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এক বিদেশী খেলোয়াড়। ব্রাইট এনোবাকারেকে দলে আনতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ার ফরোয়ার্ডকেই পছন্দ করেছেন কোচ কুয়াদ্রত। আর তাকে নিয়ে এবার লাল হলুদ সমর্থকদের দের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। এনোবাকারে সম্প্রতি একটা ছবি পোষ্ট করেছেন তার ইন্সটাগ্রামে । সেখানে লাল হলুদ সমর্থকেরা তার কাছে নানা রকম আবদার করছেন। শুধু তাই নয় তিনি কবে আসবেন ক্লাবে তাও জানতে চেয়েছেন সমর্থকেরা। এনোবাকারে যদিও নিরাশ করেননি কাউকে। উত্তর দিয়েছেন প্রত্যেকের কথার।
আসলে প্রিয় খেলোয়াড় দের কাছে সমর্থকদের কত শত কথা থাকে । একবার যদি প্রিয় খেলোয়াড় কে কাছে পাওয়া যেত ! এই ভাবনা প্রায় প্রত্যেকের মধ্যেই আছে । এবার যেন সেই আবেগের ই বহিঃপ্রকাশ দেখা গেল কমেন্ট সেকশনে। একজন লিখেছেন স্যার, দয়া করে ইস্টবেঙ্গলে ফিরে আসুন। সেটার উত্তরে ব্রাইট বলেছেন , ‘হ্যাঁ, আসছি। কবে তিনি আসবেন ভারতে তাও জানতে চান কেউ কেউ তার উত্তরে লিখেছেন সামনের মরশুমে। এর আগে তিনি ২০২১ সালের ১ জানুয়ারি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন।
২০২০-২১ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে ১২টি ম্যাচে মোট তিনটি গোল করেছিলেন। ব্রাইট যেন মশালে আগুনের স্ফুলিঙ্গ সংযোজন করেছিলেন। তার জন্য দল আরো মজবুত হয়ে উঠেছিল। যদিও সাত মাসের বেশি লাল-হলুদে থাকেননি। ইস্টবেঙ্গলের তরফ থেকে যে যে বিদেশি খেলোয়াড় কে নেওয়ার তালিকা তৈরি হয়েছিল সেই তালিকার উপরের দিকে ছিল ব্রাইট এনোবাকারের নাম। আর সেই এনোবাকারের আসার অপেক্ষায় দিন গুনছেন সমর্থকেরা। সেকারণে কৌতুহল নিরসনের জন্য সরাসরি জানতে চেয়েছেন ব্রাইট কবে আসছেন কলকাতায়। তিনি এলে যে মশালে নতুন স্ফুলিঙ্গ দেখা যাবে তাও এক প্রকার নিশ্চিত কোচ থেকে সমর্থক সকলেই।