প্রেমিকাকে অত্যাচারের আভিযোগে, দল থেকে বাদ দেওয়া হল ব্রাজিলের ফুটবলারকে
Brazilian footballer out of the team

The Truth of Bengal: আর চার দিন পর থেকে শুরু হবে ব্রাজিলের ফুটবল ম্যাচ।এরই মধ্যে ম্যাচ শুরু হবার আগে ঘরের মাঠ থেকে বাদ গেল ব্রাজিলের ফুটবলার অ্যান্টনি। প্রাক্তন প্রেমিকাকে নির্যাতন করার আভিযোগে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের ফুটবলার তারকা অ্যান্টনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, এই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। সেই কারণেই বিশ্বকাপের যোগ্যতা পর্বের দল থেকে বাদ দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকাকে।
মাঝে মধ্যেই ফুটবলার দের যোগ্যতা পর্বের বাছাই এর চলে। কার ভাল পারফ্রমেন্স সব কিছুতে তাকে ঘিরে ফুটবলার দের দলে রাখার সিধান্ত নেওয়া হয়। সেই সিধান্ত থেকে বাদের খাতাই নাম লেখালেন অ্যান্টনি। যোগ্যতা পর্ববের অ্যান্টনির পরিবর্তে দলে নেওয়া হয়েছে গ্যাব্রিয়েল জেসুসকে। যে অভিযোগ আনা হয়েছে অ্যান্টনির বিরুদ্ধে, তা অস্বীকার করেছেন তারকা ফুটবলার। তিনি বলেছেন, ”অভিযোগগুলো মিথ্যা। প্রমাণ দেওয়া হয়েছে। আমি নির্দোষ।”
অ্যান্টনির বিরুদ্ধে অভিযোগ, বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে মাথা দিয়ে ঢুঁসো মারেন ব্রাজিলীয় তারকা। মাথা ফেটে যায় গ্যাব্রিয়েলার। অ্যান্টনি অবশ্য সেই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের (Brazil) খেলা বলিভিয়া ও পেরুর সঙ্গে। শুক্রবার ঘরের মাঠে ব্রাজিল খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। এর চার দিন পরে ব্রাজিলের ম্যাচ পেরুর সঙ্গে। তাহলে কি ব্রাজিলের দলের এই সিধান্তের প্রভাব পড়বে খেলার মাঠে?