নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগেই বড় ধাক্কা গুজরাট শিবিরে
Big shock in Gujarat camp before match against Knights

Truth Of Bengal: সোমবার ইডেনে অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেনে মাঠে নামবে গুজরাট টাইটান্স। সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল গুজরাট দল। দিল্লির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও জরিমানা এড়াতে পারলেন না দলের অধিনায়ক শুভমন গিল। স্লো ওভার রেটিংয়ের জন্য জরিমানা করা হয়েছে শুভমনকে।
ওই ম্যাচে অক্ষর প্যাটেলের দলের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন। নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ইনিংস শেষ করতে পারেনি গুজরাট। এমনকি শাস্তির কবলে পড়তে পারেন ভেবে ম্যাচের শেষ ওভারে নিজেই বল করতে এসেছিলেন গুজরাট অধিনায়ক। কিন্তু সময় যখন খারাপ যায়, তখন কোনওকিছু বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় না। শুভমনের ক্ষেত্রেও তাই ঘটল। জরিমানা এড়াতে পারলেন তিনি। আইপিএল-র নিয়ম অনুযায়ী শুভমনকে শাস্তি দেওয়া হয়েছে ২.২ ধারাতে। ফলে আর্থিক ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল গুজরাট অধিনায়ককে।
চলতি আইপিএল-র আসরে শুভমন একাই নন, এই নিয়ম ভঙ্গের অভিযোগে মোট ৬ জন ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং সেই দলের অন্যতম ক্রিকেটার রিয়ান পরাগ-ও। রয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল এবং লখনউ সুপার জায়ান্টের ঋষভ পন্থরা।