খেলা

পরবর্তী ম্যাচ  নিয়ে ভাবনা কুয়াদ্রতের

East Bengal

The Truth of Bengal: পাঞ্জাব সিটি এফসির  বিরুদ্ধেও ড্র করেছে লাল হলুদ শিবির । মুম্বাই  সিটি এফসির  বিরুদ্ধেও ড্র হয়েছে ইস্টবেঙ্গল। গোল  শূন্য অমিমাংসিত ফলাফল হয়েছে গত দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের। এরপর ৩০ শে ডিসেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল হলুদ শিবিরের সেই ম্যাচে ইস্টবেঙ্গল কেমন পারফর্ম করবে তা নিয়ে কুয়াদ্রাতের এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছে। যেহেতু গত দুটো ম্যাচে ড্র  হয়েছে তাই সামনের ম্যাচটাকে পাখির চোখ করছে কুয়াদ্রাত ।

পরবর্তী ম্যাচে প্রথমত বিপক্ষকে গোল করতে না দেওয়া দ্বিতীয়ত গোল নিজেদের তরফ থেকে করা এই বিষয়টাকেই মুখ্য করে এগোচ্ছে কুয়াদ্রাতের  টিম। পাঞ্জাব আই এস এলে এবার নতুন দল হলেও তাদের বিরুদ্ধে গোল করতে না পারার  লজ্জা পরের ম্যাচে পুষিয়ে নেওয়ার ভাবনা ছিল খেলোয়াড়দের। সেই মতোই মুম্বাই সিটি এফসির  বিরুদ্ধে ম্যাচে নেমে গোল করতে দেয়নি যেমন তেমন গোল করতেও পারে নি।

মুম্বাইকে আটকানো যা বড় চ্যালেঞ্জের মত ছিল লাল হলুদ  শিবিরের কাছে সেই চ্যালেঞ্জটাকে উতরানোতে বেশ খুশি খেলোয়াড়রা। তবে এবার ৩০ ডিসেম্বর কে লক্ষ্য করে লাল হলুদ শিবির বছর শেষে সমর্থকদের মধ্যে হারের বিষন্নতা ছড়িয়ে দিতে চায় না সে কারণে কুয়াদ্রাত খেলোয়াড়দেরকে বিভিন্ন রকম গাইডলাইন বেঁধে দিচ্ছেন যেটা প্রথম থেকেই তিনি করে আসছেন সেই কাজটা ফের করা শুরু করলেন কুবাদ্রাত।

Related Articles