খেলা

ইত্তিহাদ ছাড়লেও সৌদি ছাড়বেন না বেনজেমা

Benzema will not leave Saudi

The Truth of Bengal: এবারের শীতে অনেকটাই শান্ত ইউরোপের ফুটবলের দলবদলের বাজার। সৌদি আরবের ক্লাবগুলো এবার আর টাকার বস্তা নিয়ে ফুটবলার কিনতে ইউরোপে ঘোরাঘুরি করছে না বলেই মন্দা বলে মনে করেন অনেকে। ইউরোপের দলবদলের বাজার যখন এমন নিরুত্তাপ, সৌদি আরবে কিছুটা হলেও উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন সেখানকার ক্লাব আল ইত্তিহাদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা।

তাঁকে নিয়ে গুঞ্জন, ইত্তিহাদ ছাড়বেন। ইত্তিহাদ ছেড়ে কোথায় নাম লেখাবেন বেনজিমা। এমন প্রশ্নের উত্তরে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, বেনজিমা আবার ইউরোপে ফিরবেন। বিশেষ করে শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের নাম। এর মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আলোচনা যখন এই পথে এগোচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে বেনজিমা ইত্তিহাদ ছাড়লেও সৌদি আরব ছাড়বেন না।

তাহলে ইত্তিহাদ ছেড়ে কোথায় যাবেন বেনজিমা? সূত্রের খবর বলছে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরে জুটি বাঁধতে পারেন ফরাসি স্ট্রাইকার। আল নাসর ছাড়া সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালও নাকি বেনজিমার সঙ্গে যোগাযোগ করেছে। এই মুহূর্তে ইত্তিহাদের কোচ মার্সেলো গালার্দো বেনজিমাকে সাইড লাইনেই বসিয়ে রেখেছেন। সব মিলিয়ে হতাশ বেনজিমা দ্রুতই ইত্তিহাদ ছাড়ার কথা ভাবছেন, তা যিনি যেখানেই যান না কেন।

Related Articles