
Truth Of Bengal: অনুর্ধ্ব-১৯ সিকে নাইডু ট্রফিতে বড় জয় পেল বাংলার ছেলেরা। নাগপুরে আয়োজিত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে বিদর্ভকে ৩৬ রানে হারাল বাংলা। বাংলার জয়ের অন্যতম নায়ক হলেন বোলার রাহুল প্রসাদ। মাত্র ৩৩ রানের বিনিময়ে ৭টি উইকেট ঝুলিতে পোড়েন রাহুল। ৬৭ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন রাহুল হর্ষ দেব গৌতম। এবং ১৬ রানে একটি উইকেট দখল করেন নারায়ণ রানা।
প্রথম ইনিংসে বাংলার করা ৩৩৩ রানের জবাবে ২২৭ রানেই অল আউট হয়ে যান বিদর্ভের ব্যাটসম্যানরা। এরপরই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রান করে ইনিংস ডিল্কেয়ার করে বাংলা। ম্যাচ জিততে ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৩ রানেই গুটিয়ে যায় বিদর্ভের দ্বিতীয় ইনিংস। এই ম্যাচ জিতে বাংলা পকেটে পুড়ল মোট ১৩ পয়েন্ট। এই টুর্নামেন্টে বাংলা এখনও অবধি মোট ৪টি ম্যাচ খেলে দুটি জয় এবং দুটি ড্রয়ের ফলে বাংলার সংগ্রহ মোট ৩৬ পয়েন্ট।