খেলা
Trending

ফেরান্দোর নজরে সুপার কাপ,পারফরম্যান্স নিয়ে দ্বন্দ্বে বাগান সমর্থকরা…

Bagan fans clash over Super Cup, performance under Fernando's eyes...

The Truth Of Bengal: এএফসি কাপে হার । তারপর আইএসএলের মাঝপথে এসে একের পর এক ম্যাচে হারতে হচ্ছে মোহনবাগানকে। এদিকে সুপার কাপের প্রস্তুতি  নিতে হবে মোহনবাগানকে কারণ নতুন বছরের রয়েছে ম্যাচ । কিন্তু পরপর ম্যাচে হারের ফলে সুপার কাপই বা কেমন পারফর্ম করবে মোহনবাগান তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সমর্থকদের মধ্যে।

একের পর এক ম্যাচে হার মোহনবাগানের । আইএসএলে পর পর হেরে হারের হ্যাটট্রিক করলো মোহনবাগান । এর আগে আই এস এলে পরপর ম্যাচে এভাবে হারতে হয়নি মোহনবাগানকে। গত বছরের চ্যাম্পিয়নদের এ বছরে হাল একেবারে সংকটজনক হয়ে উঠেছে। এর পরের ম্যাচে কি হবে তা জানে না সমর্থকেরা। পরপর ম্যাচে এভাবে হার তা কোনোমতেই মেনে নিতে পারছেন না সমর্থকরা সে কারণে তারা কোচের দিকে গো ব্যাক চিৎকার করেছেন। নতুন বছরে পা দেবার আগে জয় উপহার দিতে পারল না। এদিকেকে আবার সুপার কাপের প্রস্তুতি নিতে হবে মোহনবাগানকে ।

আই এস এলের মাঝপথে এসে যেন হাঁপিয়ে পড়েছে মোহনবাগান । খালি হাতেই ফিরতে হচ্ছে মোহনবাগানকে সেখানে সুপার কাপে কেমন পারফর্ম করবে তা নিয়ে সমর্থকদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে আদৌ পারবে কিনা লড়াই করতে তা নিয়ে বেশ চাপ  তৈরি হয়েছে খেলোয়াড়দের মধ্যে ও । এর আগে এএফসি কাপে মোহনবাগানকে  লজ্জার পাঁচ গোল হজম করতে হয়েছে।  পাশাপাশি পরের পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে সবুজ-মেরুণ ব্রিগেডের।  ওড়িশা এফসি-র কাছে ৫-২ গোলে পরাস্ত হতে হয়েছে  জুয়ান ফেরান্দোর দলকে । গতবছরের চ্যাম্পিয়নদের এই বছর এই হাল তা মানতেই পারছে না সমর্থকেরা। কি হবে পরবর্তী ম্যাচে তা নিয়ে চিন্তাই কোচ । এর আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবার  ০-১ গোলে হেরে গেছে  সবুজ মেরুন দল । গোল ই করতে পারেনি কোনো খেলোয়াড় ।

Free Access

Related Articles