খেলা

ফাইনালের আগে খারাপ খবর রোহিতদের শিবিরে

Hardik pandya

The Truth of Bengal:উৎসবের মেজাজেই শুরু হয়েছিল বিশ্বকাপ । একের পর এক ম্যাচে ভারতের জয় ।  যা নজির গড়েছে । আপামর বিশ্ববাসী মজেছে সেই ম্যাচে । তার মাঝেও খারাপ খবর সামনে এসেছিল । হার্দিক পেয়েছিলেন চোট । গুরুতর চোটে কাবু হার্দিক । বিশ্বকাপের  পর অস্ট্রেলিয়ার ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই । সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচেও তাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে । চোট এতটাই গভীর । এর আগে হার্দিক  সোশ্যাল  সাইটে জানিয়েছিলেন  তিনি চলতি বিশ্বকাপে আর নামতে পারবেননা মাঠে ।

সোশ্যাল সাইটে লিখেছিলেন , ভাবতেই পারছি না যে আমি আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাবো। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল। অসুস্থ হার্দিক। তার অসুস্থতা গোড়ালি নিয়ে । চোট পেয়েছেন । সেই চোট কাটিয়ে কবে ফিরবেন  তিনি তা জানতে অধীর আগ্রহে সমর্থকেরা ।

আপডেট আপাতত নেই। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় পায়ে চোট পান ভারতীয় অলরাউন্ডার। এরপর তিনি মাঠ থেকে উঠে যান। চলতি বিশ্বকাপে তিনি যে এভাবে ছিটকে যাবেন তাও তিনিও ভাবতে পারেননি । হার্দিকের চোট নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চান  না বোর্ডের মেডিক্যাল টিম।  আগামী সপ্তাহে তার আবার চোটের পরীক্ষা  করা হবে যদি উন্নতি না হয় তাহলে  অস্ত্রোপচার করা হতে পারে বলে খবর । এদিকে হার্দিক যদি পুরোপুরি সুস্থ না হয়ে ২২ গজে ফেরেন তাহলে ক্ষতি আরো বেশি হতে পারে ।

Free Access

Related Articles