১১ রান করেই হিটম্যানকে টপকে গেলেন বাবর
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখেমুখি হয়েছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই নজির গড়লেন বাবর।
Truth Of Bengal: টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন বাবর আজম। ভেঙে দিলেন এতদিন রোহিতের ঝুলিতে থাকা সর্বোচ্চ রানের রেকর্ডও। টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের মোট রান ছিল ৪,২৩১ রান। হিটম্যান ১৫টি ইনিংস খেলে এই রান করেছিলেন। কিন্তু পাক ব্যাটার বাবর মাত্র ১২৩টি ইনিংসেই রানের নিরিখে টপকে গেলেন রোহিতকে। বর্তমানে বাবরের সংগ্রহ ৪,২৩৪ রান।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখেমুখি হয়েছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই নজির গড়লেন বাবর। তবে নজির গড়তে বাবরের দরকার ছিল মাত্র ৮ রান। কিন্তু সেই ম্যাচে ৯ রান করার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রানের অধিকারী হলেন বাবর। ম্যাচে বাবরের মোট রান ১১। নজির গড়ার ম্যাচে জয়ও তুলে নেয় পাকিস্তান। ৯ উইকেটে তারা পরাজিত করে প্রোটিয়াদের।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর মোট তিনটি শতরান ও ৩৬টি অর্ধ্বশত রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৯। অপর দিকে রোহিত করেছিলেন পাঁচটি শতরান ও ৩২ টি হাফ সেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ১৪০.৮৯।
এই তালিকার তৃতীয় স্থানে অর্থ্যার রোহিতের পরই রয়েছেন বিরাট। তাঁর সংগ্রহ ৪,১৮৮ রান। বিরাটের পর তালিকায় রয়েছেন যথাক্রমে জস বাটলার ও পল স্টার্লিং। তাঁদের সংগ্রহ ৩,৮৬৯ ও ৩,৭১০ রান।






