খেলা

বিচারের দাবিতে রাজপথে ক্রীড়াবিদরা

Athletes on the streets demanding justice

Truth Of Bengal: আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে ময়দানের প্রাক্তন খেলোয়াড়। প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, দাবারু দিব্যেন্দু বড়ুয়া, জ্যোতির্ময়ী সিকদার, সাঁতারু বুলা চৌধুরী সহ বিশিষ্ট ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক খেতাব জয়ী প্রাক্তন খেলোয়াড়দের এই মিছিল তিলোত্তমার প্রতিবাদ কে আরো কিছুটা জোরালো করলো।

গোষ্ঠ পালের মূর্তি থেকে মিছিল শুরু হয় ইডেন গার্ডেন্স চত্বর প্রদক্ষিণ করে এই মিছিল। এতদিন যে সমস্ত খেলোয়াড়রা দেশের হয়ে লড়াই করে ভারতের পতাকা হাতে তুলে নিয়েছিল। তারাই আজ ব্ল্যাক আর্ড ব্যানার হাতে পথে নেমেছেন। দাবি একটাই আর জি করের ঘটনায় ন্যায় বিচার। অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সকলেই। আর জি করের ঘটনায় গোটা দেশ লজ্জিত দেশের কোন প্রান্তে যেন এ ধরনের ঘটনা না ঘটে। একই সঙ্গে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলেন দাবারু দিব্যেন্দু বড়ুয়া।

কিছুটা দেরিতে হলেও প্রতিবাদে নেবে বিচারের দাবিতে সড়ব প্রাক্তন খেলোয়াড় জ্যোতির্ময় ী সিকদার। আর যেন এই ধরনের জঘন্য ঘটনা বাংলার বুকে না ঘটে, সেই দাবি তোলেন তিনি।আমার বোনের বিচার চাই’ প্ল্যাকার্ড হাতে মিছিলে পা মেলান প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী।

প্রাক্তন এই খেলোয়াড়রা একদিন দেশের পতাকা গায়ে জড়িয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছে। এবার আর জি কর কান্ডে বোনের বিচারের দাবিতে লড়াই জানালেন বুলা চৌধুরী।বিচারের দাবিতে তিলোত্তমায় প্রাক্তন খেলোয়াড়দের এই মিছিল যেন প্রতিবাদের ভাষাকে আরো খানিকটা তীব্রতর করল, এমনই মত  ক্রীড়াপ্রেমীদের।

Related Articles