চোট পেয়েছেন অ্যাঙ্কেলে , চ্যাম্পিয়ন্স ট্রফিতে সংশয় অধিনায়ককে নিয়ে
Ankle injury, captain in doubt for Champions Trophy

Truth Of Bengal : সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না প্যাট কামিন্স, এই খবরটা পুরোনো। নতুন খবর হল, আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়ককে না পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার জানিয়েছে, অ্যাঙ্কেলের চোটে ভুগছেন ২০২৩ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। চোটের খবর দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানাতে পারেনি কামিন্সের চোট কতটা গুরুতর। ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি যাবে না, সেটিও বলতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। তিনি বলেন, ‘স্ক্যান রিপোর্টটা কখন আসে, সেই অপেক্ষায় আছি আমরা। রিপোর্ট দেখেই বোঝা যাবে কী অবস্থা। তবে কিছু কাজ করার আছে। চোটের খুঁটিনাটি জানা দরকার।’ স্ক্যান অবশ্য এখনো করানো হয়নি।
বর্ডার–গাভাসকর ট্রফি চলাকালেই অ্যাঙ্কেলের সমস্যায় পড়েছেন কামিন্স। পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৬৭ ওভার বল করেছেন এই পেসার। ২১.৩৬ গড়ে নিয়েছেন ২৫ উইকেট।