
The Truth of Bengal: এবারও সৌদি আরবে অভিষেক গোলটি পেলেন না নেইমার জুনিয়র। তবে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-হিলাল ও আল-শাবাব। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নেইমারের দল আল-হিলাল। দলের হয়ে গোল করেন কালিদু কুলিবালি ও আলেকজান্ডার মিত্রোভিচ।ম্যাচের প্রথমার্ধে দুই দলই জালের দেখা পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন সেনেগাল তারকা কালিদু কুলিবালি। গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার।
কর্নার কিক থেকে ব্রাজিল তারকা গোলের সামনে বল দেন। আর হেড থেকে দলকে লিড গোল এনে দেন কুলিবালি।৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় হিলাল। এবারও গোলের পেছনের কারিগর নেইমার। তিনি সতীর্থ মিত্রোভিচকে বল দিলে প্রথম শটে সফল না হলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।নেইমার আল-হিলালের হয়ে অভিষেক ম্যাচ খেলেন গত ১৬ সেপ্টেম্বর। সে ম্যাচে গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছিল দল। হিলালের হয়ে নেইমার দ্বিতীয় ম্যাচ খেলেন গত ১৯ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সে ম্যাচেও জালের দেখা পাননি ব্রাজিলিয়ান তারকা। উল্লেখ্য , নেইমার পিএসজি ছেড়েছেন । গিয়েছেন আল হিলালে । আর এরই মধ্যে খবর ছড়ায় নেইমার আল হিলালে ভাল নেই।কোচের সাথে তুমুল বিতন্ডায় জড়িয়েছেন। নেইমারকে ছাটাইও করা হতে পারে । সে বিষয়ে মুখ খুলেছিলেন তিনি । জানিয়েছিলেন সবটাই ভুয়ো খবর । এখন তিনি খেলায় মন দিয়েছেন চুটিয়ে খেলছেন । সৌদি প্রো লিগ যা প্রমাণ স্বরূপ।
Free Access