খেলা

অলিম্পিক্সের উদ্বোধনের আগে স্তব্ধ প্যারিস !

Ahead of the opening of the Olympics, Paris is paralyzed

The Truth of Bengal: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই প্যারিসে  মহাসমারোহে হতে চলেছে অলিম্পিক্সের উদ্বোধন। স্যেন  নদীর উপরে বসতে চলেছে মহাযজ্ঞ।  যা নিয়ে বিশ্ববাসীর কৌতূহল চরম পর্যায়ে রয়েছে। তার আগে এবার চরম হয়রানির শিকার হতে হলো যারা অলিম্পিক্স দেখতে চান তাদেরকে। প্যারিস জুড়ে অস্থির আবহাওয়া তৈরি করার চেষ্টা চালিয়েছে কয়েক দল দুস্কৃতি ।

তারা আগুন লাগিয়েছে ট্রেনে । বৃহস্পতিবার রাতেই ফ্রান্সের ট্রেন পরিষেবা তারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায় । জানা গিয়েছে ,বেশ  কিছু লাইনে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে । প্যারিসের রাজনৈতিক অবস্থাকে অস্থির করে তোলার একটা প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে । গোটা প্যারিস জুড়ে মোতায়েন রয়েছে বহু পুলিশ।

বিশেষত জনবহুল এলাকা গুলো পুলিশি নজরদারির আওতায় রেখেছে প্যারিসের কালো পোশাকের পুলিশ । তারপরেও অগ্নিসংযোগএর ঘটনা ঘটিয়ে ট্রেন স্তব্ধ করে দেবার একটা প্রক্রিয়া চালানো হয়েছে। তদন্ত চলছে এ বিষয়ে।  ইস্টার্ন, নর্দান, আটলান্টিক লাইনে প্রভাব পড়েছে । যদিও স্যেন নদীকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে বলেই খবর । প্রায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী পৌঁছেছে প্যারিসে ।

Related Articles