
The Truth of Bengal: বিশ্বকাপের পরেই আইপিএলের দল গুলো সম্ভাব্য অঙ্ক কষতে শুরু করেছে । কোন খেলোয়াড় থাকবে কোন খোলয়াড় থাকবে না তা নিয়ে আলোচনা করছে। এদিকে কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছে পরিবর্তন। সেখানে আবার ফিরে এসেছেন গৌতম গম্ভীর। আসন্ন আইপিএলে মেন্টর হিসাবে দেখা যাবে গম্ভীরকে। তবে তার পাশাপাশি একডজন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে। অপরদিকে বাদ পড়লেন লিটন দাস। যদিও গত আইপিএলে বাইরে ছিলেন শাকিব আল হাসান।
গত মরশুমে নিরাশ করেছেন শার্দূল ঠাকুরও। বাদ পড়লেন তিনিও। বোলিং বিভাগ থেকেও উমেশ যাদব এবং টিম সাউদিকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, এবং জনসন চালর্স কে দলে রাখা হয়নি। পাশাপাশি রাসেলকে ছেড়ে দেওয়ার যে বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল তার ঠিক নয়। থেকে গেলেন রাসেল। এর আগে কেকেআরের তরফে অফিসিয়ালি গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর ঘরের ছেলের ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন কেকেআর সমর্থকেরা।
দীর্ঘদিনের ট্রফির খড়আ কাটাতে শাহরুখেল দলে এবার এসেছে পরিবর্তনের ছোঁওয়া। গম্ভীর এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর। প্লে অফে গেছে ৫ বার। গৌতম নিজেও ভীষণ খুশি। তিনি সাবেক টুইটার তথা এখনকার এক্স এ জানিয়েছেন , এমনিতে তিনি খুব একটা আবেগী মানুষ না হলেও এই সম্মানে তিনি সত্যিই আপ্লুত। তবে রিঙ্কু সিং থেকে গেলেন কেকে আরে। এই পরিবর্তন এই খুব গুরুত্বপূর্ণ বলেই মত কেকেআর কর্তাদের।