খেলা

আদানি গ্রুপ গুজরাট টাইটানস কিনছে১২,৫৫০কোটি টাকায়, জিটি ওনার্স শেয়ারের মুখ্য অংশ বিক্রি করে দিতে রাজি

Adani Group buys Gujarat Titans for Rs 12,550 crore, GT owners agree to sell majority stake

The Truth Of Bengal: খোলা বাজার অর্থনীতিতে বাজারে আর্থিক শক্তি বাড়ানোর চেষ্টা জারি রেখেছে বড় সংস্থাগুলো।তারা আর্থিক ক্ষমতার সম্প্রসারণ করতে উদগ্রীব।যাতে তাঁদের মার্কেট শেয়ার বাড়ে,বাড়ে নিয়ন্ত্রণ।এবার সেই পথে এগিয়ে এল আদানি গ্রুপ।আদানি গ্রুপ গুজরাট টাইটানস কিনে নিচ্ছে।একটি রিপোর্টে এই তথ্য মিলেছে। ১২,৫৫০কোটি টাকায় এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।কারণ বর্তমান মালিক জিটি ওনার্স তাঁদের শেয়ারের বেশিরভাগটাই বেচে দিতে চায়।উল্লেখ্য,২০২১সালে সিভিসি ক্যাপিটাল গুজরাট টাইটানস ৫,৬২৫কোটি টাকায় কিনে নেয়। রিপোর্টে আরও জানা গেছে,গৌতম আদানি এই বিষয়ে  কার্যকরী ভূমিকা নেন। আইপিএলে গুজরাট টাইটানস ইতিমধ্যে সাড়া ফেলেছে।তাই গুজরাট টাইটানসের নিয়ন্ত্রণ আদানি গ্রুপের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যে সিভিসি ক্যাপিটালস গুজরাট টাইটানসের মালিকানা বদল নিয়ে আদানি গ্রুপের সঙ্গে আলোচনা প্রক্রিয়া জারি রেখেছে।

গুজরাট টাইটানসের শ্রীবৃদ্ধি

বলা যায়,সাম্প্রতিক সময়ে গুজরাট টাইটানস তার প্রভাব বাড়িয়েছে।গুজরাট টাইটানস   হল একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল যা   আমেদাবাদে অবস্থিত। টাইটান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  তারা প্রতিদ্বন্দ্বিতা করে। ২০২১ সালে প্রতিষ্ঠিত, গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড হল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম । ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা সিভিসি ক্যাপিটাল পার্টনারস-এর অধীনে ছিল।এখন মালিকানা পরিবর্তনের পথ খুলে দেওয়া হচ্ছে।বর্তমানে ১বিলিয়ন ডলার থেকে দেড় বিলিয়ন ডলার তাদের মার্কেট ভ্যালু বৃদ্ধি পায়।

২০২১থেকে ২০২৪ এই মধ্যবর্তী সময়ে তাঁদের সাফল্যের নানা নজির দেখা গেছে।টিমের আশাতীত সাফল্য দেখে ক্রিকেট দুনিয়ার বাঘা বাঘা ক্রিকেটার থেকে পেশাদার ব্যক্তিত্ব এই সংস্থায় নাম যুক্ত করেছে।আশা করা হচ্ছে ক্রিকেটের বোর্ড অফ কন্ট্রোল  বা বিসিসিআই অচলাবস্থা কাটানোর চেষ্টা করবে।শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ায় বিসিসিআই সবুজ সঙ্কেত দিলেই এই পেশাদারী সংস্থার মালিকানা বদল সম্ভব হবে। ফলে ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে শেয়ার বিক্রির কাজে বাড়তি তত্পরতা দেখা যেতে পারে। ক্রিকেটের পেশাদারি সংস্থায় বদল এলে আদানি গ্রুপই যে   নিয়ন্ত্রক হয়ে উঠবে সেকথা একবার নিশ্চিত ক্রিকেটের প্রশাসকরাও।

 

 

 

Related Articles