
Truth Of Bengal: রবিবার আইপিএল-র প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। বিশখাপত্তনমের ২২ গজে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর দল এই ম্যাচে একেবারেই আশানারূপ ব্যাটিং উপহার দিতে পারেনি। ফলে ১৮.৪ ওভারে মাত্র ১৬৩ রানেই বান্ডিল হয়ে যায় হায়দরাবাদ।
ম্যাচের শুরুতেই হায়দরাবাদ শিবিরে প্রথম আঘাত হানেন ভিপরাজ নিগম। প্যাট কামিন্সের দলের ব্যাটিং লাইনআপের অন্যতম সেরা ভরসা অভিষকে শর্মাকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর জাতীয় দলে তাঁর সতীর্থ ট্রাভিস হেডকে ২২ রানে ফিরিয়ে দিয়ে স্টার্ক দ্বিতীয় আঘাত হানেন কামিন্স বাহিনীতে। দুই ওপেনারের মতো এই ম্যাচে ব্যর্থ হলেন আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং উপহার সেঞ্চুরি হাঁকানো ইশান কিসান।
হেড ও অভিষেককে জলদি হারিয়ে তখন বেশ চাপে পড়ে যায় কামিন্সের দল। তারপর এই দুইয়ের পথই অনুসরণ করেন ইসান-ও। তাঁর সংগ্রহ মাত্র ২ রান। কোনও রান না করে মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু এরপরই নিজামের দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে থাকেন দুই ব্যাটার অঙ্কিত ভার্মা ও ক্লাসেন। অর্ধ্বশতরান পূর্ণ করার পর ৭৪ মানের মাথায় কুলদীপের বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থেকে অসাধারণভাবে তালুবন্দি করেন জ্যাক। মুহূর্তের মধ্যেই তাঁর শরীর ছুঁড়ে নেওয়া এই ক্যাচের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অঙ্কিতকে যোগ্য সহযোগিতা করেন ক্লাসেন-ও। তাঁর সংগ্রহ ৩২ রান। বাকি সব হায়দরাবাদ ব্যাটার-ই যেন আয়ারাম আর গয়ারাম হয়ে গেলেন।
দিল্লির হয়ে হায়দরাবাদকে বল হাতে একাই শেষ করে দিলেন প্রাক্তন কেকআর পেসার মিচেল স্টার্ক। মাত্র ৩ ওভার হাত ঘুড়িয়ে ৩৫ রান দিয়ে ৫টি উইকেট ঝুলিতে পুড়ে নিলেন এই অজি পেসার। মূলত তাঁর সামনেই আত্মসমর্পণ করলেন হায়দরাবাদ ব্যাটাররা। স্টার্কের পর বল হাতে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।