খেলা

আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে ১১৭ জন প্রতিযোগী

117 contestants will represent India in the upcoming Paris Olympics

The Truth of Bengal: কিছুদিন পরেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। এবার চূড়ান্ত তালিকা ঘোষনা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আসন্ন অলিম্পিক খেলার জন্য ভারতের থেকে মোট ১১৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করল IOA। যদিও সাপোর্ট প্যারিসে সাপোর্ট স্টাফ হিসেবে যাচ্ছে মোট ১৪০ জন। প্রসঙ্গত, এই দল ঘোষণা হওয়ার পর থেকে বিতরকের শীর্ষে রয়েছে বঙ্গ তনয়া আভা খাটুয়া। তিনি অলিম্পিক সেটের যোগ্যতা মান পেরোলও তার নাম শটপাটারের তালিকায় তার নাম নেই। শেষ মুহূর্তে তাকে কেন বাদ দেওয়া হল তা নিয়ে বিতর্ক দানা সৃষ্টি করেছে ক্রীড়া মহলে। এখনো পর্যন্ত তাকে বাদ দেওয়ার কারণ বিষয়ে সেইভাবে কিছু জানানো হয়নি।

তবে এতসব বিষয়ের মধ্যে প্রবল অসস্তিতে পড়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ নম্বরে শেষ করেছিলেন এই বঙ্গ তনয়া আভা। তারপর তিনি ভুবনেশ্বরের ফেডারেশন কাপে ১৮.৪১ মিটার সুরে জাতীয় রেকর্ড গড়েন তিনি। তবে এই বছর প্যারিসগামী ভারতীয় অ্যাথলিটরা এই মুহূর্তে বেস্ট ক্যাম্পে রয়েছে। উল্লেখ্য, চার বছর আগে টোকিও শহরে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকসে সাতটি মেডেল পেয়েছিল ভারত। যার মধ্যে জ্যাভলিন থ্রয়ার নিরাজ চোপড়া ভারতের হয়ে সোনা জয় লাভ করেন।

এছাড়াও, প্রায় ৪ দশক পর টোকিওতে জয়লাভ করে পুরুষ হকি দল। প্রো লিগে ব্যর্থ হলেও অনুরাগীদের আশা বিফলে যেতে দেয়নি হরমনপ্রীতরা। সাত সদস্যে ব্যাডমিন্টন দলের ওপর আফতা রাখা হয়েছে।এছাড়াও, তিরন্দাজিতে ৬, বক্সিং ৬, গলফে ৪ চমক দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী কর্তারা। এছাড়াও এই খেলায় অংশগ্রহণ করবে সাঁতার, জুডো,সেইলিং, টেনিস প্রমুখ বিভাগের ভারতীয় প্রতিযোগিতা। বরাবরের মতো এ বছর অলিম্পিকের আকর্ষণের কেন্দ্র রয়েছে দুবার পদকজয়ী পিভি সিন্ধু। উল্লেখ্য গত অলিম্পিকে ভারতের থেকে অংশগ্রহণ করেছিল মোট ১১৯ জন অ্যাথলিট।

Related Articles