কলকাতারাজনীতি
Trending

২১ জুলাই মঞ্চেই পালিত হবে বিজয় দিবস! বড় ঘোষণা তৃণমূলের

Trinamool Congress Sahid Diwas

The Truth of Bengal: প্রতিবছরই ২১ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কিন্তু এবারের ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ বেশ কয়েটি চমক থাকতে চলেছে। দলীয় মুখপত্রে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, চলতি বছরের ২১ জুলাই মঞ্চেই পালিত হবে বিজয় দিবস। এখানেই তৈরি হয়েছে জল্পনা, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচারপর্ব চলছে মাত্র। আগামী ৮ জুলাই ভোট এবং ১১ জুলাই ফল ঘোষণা, তার আগেই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজয় দিবস পালনের?

দলীয় সূত্রের খবর, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে এবারের মঞ্চ শুধু বিজয় উৎসবই নয়, কেন্দ্র থেকে বিজেপিকে বিদায় জানানো অঙ্গিকারও নেওয়া হবে। অর্থাৎ এদিনের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনী প্রচার পর্বও শুরু হবে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই রাজ্যের দলীয় কর্মী ও সমর্থকদের পরবর্তী নির্বাচনী যুদ্ধের লক্ষ্য বেঁধে দেবেন জননেত্রী। বুধবারই ২১ জুলাইয়ের ধর্মতলার সভার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল যুবকংগ্রেসের তরফে নেত্রীর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গিয়েছে অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো। এই জনসভার প্রধান বক্তা থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলীয় সূত্রের খবর,  দলের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, ২১ জুলাইয়ের জন্য তৈরি করা একই হোর্ডিং ও পোস্টার রাজ্যের সর্বত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে, কোনও পোস্টার বা হোর্ডিংয়েই কোনও ব‌্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। শুধুমাত্র প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে। দলীয় সূত্রের খবর, অতি সম্প্রতি  কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেখানে নির্দেশ দেওয়া হয়, শহরের সব ওয়ার্ডে ২১ জুলাইয়ের পোস্টার হোর্ডিং যেন নির্দিষ্ট সময়ের মধ্যে লাগানো হয়।

Related Articles