কলকাতারাজনীতি
Trending

মণিপুরের ঘটনার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল

Trinamood Congress

The Truth of Bengal: দু মাস পার হয়ে গিয়েছে, জ্বলছে মণিপুর। অশান্তি কমার কোনও লক্ষন নেই। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, প্রায় হাজারের মতো আমনুষ আহত। গৃহহীন হয়ে ভিনরাজ্যে পালিয়েছেন অনেকে। বহু মানুষের ঠাঁই হয়েছে অস্থায়ী ত্রাণ শিবিরে। তারপরেও হুঁশ নেই প্রশাসনের। কড়া হাতে হিংসাকে দমন করার কথা বললেও, রণক্ষেত্র পরিস্থিতি সেই তিমিরেই রয়ে গিয়েছে। অন্যদিকে, মণিপুরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী। আর এই মণিপুর ইস্যুতেই আক্রমণ শানাতে শুরু করেছে বিরধীরা।

সংসদের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। কিন্তু নিরব কেন্দ্র ও মণিপুর সরকার। উল্টোদিকে মালদহের ঘটনার প্রসঙ্গ তুলে পাল্টা রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মণিপুর ও বাংলাকে এক করে দেখানোর ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে, সোমবার তৃণমূলের জয়হিন্দ বাহিনীর তরফে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। হাজরা মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত যায় সেই মিছিল। এদিনের মঞ্চ থেকে মেয়র ফিরহাদ হাকিম এক হাত নেন বিরোধীদের, পাশাপাশি তোপ দাগেন সংবাদমাধ্যমের উপরেও।

এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা সাধেন মেয়র পারিষদ, দেবাশিস কুমার। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশবিদেশ যেতে পারছেন, অথচ মণিপুরে একবারও যেতে পারলেন না। মণিপুরের ভাইরাল ভিডিও ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন, জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর তরফে শুধু ধিক্কার মিছিলই নয়, মণিপুরের মুখ্যমন্ত্রীর পাশাপাশি, প্রধনমন্ত্রীরও পদত্যাগের দাবি তোলা হয়েছে।

Related Articles