রাজনীতি

জয়নগরের ঘটনায় রাজনৈতিক কাজিয়া,দোষারোপ পাল্টা দোষারোপের পালা

Jaynagar

The Truth of Bengal: জয়নগরে জোড়াখুনের ঘটনায় তৃণমূল ও সিপিএম একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। তবে, জয়নগরের ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুষ্কৃতীদের নেতা বানানোর কারণেই এরকম ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় জনরোষে এক ব্যক্তিকে পিটিয়ে মেরা মেরা ফেলা ফেলা হয়েছে। এই নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ জানান, এই ধরনের হত্যাকাণ্ড ও ধংসলীলা আজ নয়। অনেকদিন ধরেই হচ্ছে। বগটুই, বীরভূমের একাধিক জায়গায় হয়েছে।

রাজনীতির বোড়ে হিসেবে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানান, রাজনীতির ঘোলাজলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। জনরোষ থেকে কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে সমর্থন না করে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, তৃণমূল নেতার খুনের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য কি ঘর পোড়ানো হল? পুলিশ সবকিছু খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার জয়নগরের তৃণমূল নেতা তথা বামনগাছি গ্রাম পঞ্চায়েতে সদস্য এবং অঞ্চল প্রধান সাইফুদ্দিন লস্করের হত্যার ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সিপিএম সমর্থকদের কয়েকজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয়। জনরোষ থেকে ক্ষোভ আছড়ে পড়ে। এখনও থমথমে হয়ে আছে গোটা এলাকা। ঘটনাযর উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। এই খুনের ঘটনার পেছন কী কারণ আছে তা জানার চেষ্টা করছে। অন্যদিকে, জয়নগরের ঘটনায় অব্যাহত আছে রাজনৈতিক কাজিয়া। চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা।

Free Access

Related Articles