রাজনীতি
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ, সংগঠনের ওপর নজর তৃণমূল নেত্রীর
The Chief Minister meeting at Murshidabad District Trinamool leadership

The Truth of Bengal: পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ। লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের সব রাজনৈতিক দল। বাংলার শাসকদলও নিজেদের মতো করে ভোটের রণনীতি সাজানোর কাজ শুরু করে দিয়েছে।
সেই লক্ষ্যে আজ বিকেলে নিজের কালীঘাটের বাড়ি লাগোয়া অফিসে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ সংগঠনের ওপর নজর তৃণমূল নেত্রীর। সেই কারণেই শুক্রবার দুপুরে কালীঘাটে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ওই জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দু’টিই তৃণমূলের দখল—জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। অন্যটি অর্থাৎ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা। আগামী মঙ্গলবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন মমতা। সেই বৈঠকও হবে মমতার কালীঘাটের বাড়ি লাগোয়া অফিসে।