মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রধানমন্ত্রীর সৌজন্য দেখালেও শুভেন্দুর অশালীনতা
Subvendu's ugly comments about the Chief Minister

The Truth of Bengal: স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্সকরা।কপালে গভীর ক্ষত হয়েছে। নাকেও চোট লেগেছে। এদিকে,মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী,রাহুল গান্ধী,শশী থারুর।রাজ্যের বিরোধী শিবিরের নেতা সুকান্ত মজুমদার,অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,মুখ্যমন্ত্রী সম্পর্কে করুচিকর মন্তব্য করেন খেজুড়ির সভায়।তাতে নিন্দার ঝড় উঠেছে,নিন্দায় মুখর তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। লড়াই তাঁর জীবনের মূলমন্ত্র। তবু হার না মানা মানসিকতা নিয়ে এগিয়ে চলেন তিনি। পাহাড়প্রমাণ প্রতিবন্ধকতা আর আঘাতকে পাশে সরিয়ে রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানেন স্ট্রিটফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়।ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে, জীবনে তাঁকে বারবার আঘাত পেতে হয়েছে। অভিযোগ, কখনও বিরোধীদের মদতে তাঁর ওপর আঘাত নেমে আসে,কখনও প্রচারে বেরিয়ে জখম হতে হয়।
একুশের ভোটে নন্দীগ্রামে পায়ে আঘাত,২৩-র পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে জলপাইগুড়িতে কপ্টার ঝাঁকুনি বা স্পেন থেকে আকাশপথে ফিরে আসার সময় পায়ে আঘাতের ঘটনা বা সড়কপথে বর্ধমান থেকে ফিরে আসার সময় দুর্ঘটনা, এখনও বেশ সবার মনে উজ্বল।৩বছরে ৫বার জখম হন তিনি। এরমাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়।রক্ত বেরিয়ে আসে। নাকেও চোট লাগে। অভিষেকই নিজের গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। ক্ষতস্থানে সেলাই করে ড্রেসিং করে দেন চিকিৎসকেরা। উডবার্ন ওয়ার্ড থেকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে লাগোয়া বাঙুর নিউরোসায়েন্সেসের ওপিডি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর গাড়িতে করে আবার কালীঘাটের বাসভবনে ফিরে আসেন মুখ্যমন্ত্রী।শনিবার তিনি বাড়িতেই ছিলেন। চিকিত্সকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আশা চিকিত্সকদের। পূর্ব মেদিনীপুরের খেজুড়ির সভায় শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্য
মাথা ঘুরে গেছে ধপ ধপ করে পড়ে গেছে
মাথা ঘুরে যাচ্ছে লো প্রেসার হয়ে যাচ্ছে
বেশিদিন আর বাকি নেই, তৃণমূলের মাথা ঘুরে যাচ্ছে
মাথা ঘুরে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে
ওপর থেকে পড়া শুরু হয়েছে,এবার নীচেও পড়া শুরু হবে
শুভেন্দু অধিকারীর এই নিম্নমাণের মন্তব্যে সমালোচনার ঝড়
শিল্প-বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা এই ধরণের মন্তব্যের তীব্র নিন্দা করেন
যেখানে প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করছেন,সেখানে বিরোধী দলনেতার এই কুরুচিকর মন্তব্য
মাতৃস্থানীয় নেত্রী সম্পর্কে এই অবমাননাকর মন্তব্যের কড়া সমালোচনায় তৃণমূল
বিষয়টা সিনকোপ। শরীরের মধ্যে আমচকা অস্থিরতা দেখা দেয় মুখ্যমন্ত্রীর। সেই সময় পড়ে যেতে পারেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুস্থতা কামনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কংগ্রেস নেতা রাহুল গান্ধী,শশী থারুরের মতোই এ রাজ্যের বিরোধী শিবিরের নেতারাও জানিয়েছেন,দ্রুত সেরে উঠুন মুখ্যমন্ত্রী।