
The Truth of Bengal: বাংলাকে আরও বেশি করে বাণিজ্যমুখী করে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করা হয়েছে, বেশ কিছু পরিকাঠামো। বাংলার বেকার যুবক যুবতীরা যাতে দ্রুত নির্ঝঞ্ঝাট ঋণ পেতে পারেন তারও ব্যবস্থা করেছেন তিনি। এবার তিনি বিদেশী লগ্নি টানতে উদ্যোগী হয়েছে। যাতে বিজেশী শিল্পপতিরা বাংলায় এসে শিল্পস্থাপন করেন এবং কর্মসংস্থানের নতুন দিশা তৈরি হয়। আগাম ১২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে থাকবেন। এই সফরসূচিতে স্পেন এবং দুবাই দুটি দেশের শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন। আর এই সফরেই মমতার সফরসঙ্গী হতে চলেছেন বাংলার মহারাজ, সৌরভ গাঙ্গুলি।
রাজনীতি থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। তৃণমূলকংগ্রেসসহ দেশের বড় রজনৈতিক দলগুলির থেকেও একাধিকবার প্রস্তাব এসেছিল, রাজনীতিতে যোগ দেওয়ার। কিন্তু প্রত্যেকটি দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও, প্রত্যক্ষ রাজনীতির ময়দানে নামেননি তিনি। যদিও মমতার সফরসঙ্গী হওয়া নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে রাজনীতির স্বার্থে নয়, তিনিও এই সফরে যেতে চান একান্ত বাংলার স্বার্থে, বাংলার শিল্প ও কর্মসংস্থানের লক্ষ্যে।
নবান্ন সূত্রের খবর, রাজ্যে বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পরিকাঠামোর সার্বিক চিত্র অনাবাসী ভারতীয় থেকে বিদেশী শিল্পপতিদের কাছে তুলে ধরা হবে। বাংলায় যে শিল্প ও বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে, তা বারবারই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন, সেখানে নামী দামি শিল্পোদ্যাগীরা আসেন এবং বিনিয়োগ করেন। এবার বিদেশী পুঁজির লক্ষ্যে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এই সফরে বড় ভূমিকা নিতে চলেছেন বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি।