‘প্রতিটি পাগড়ি পরা ব্যক্তি খালিস্তানি’,বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে শিখ সম্প্রদায়
Sikh community protest against BJP

The Truth of Bengal: ২০২০তে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাওয়ায় শোরগোল ফেলে বিজেপি। এখন, সেই বিজেপির বিরুদ্ধে শিখদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার গুরুতর অভিযোগ।কাঠগড়ায় রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল।মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন অগ্নিমিত্রাও। ধামাখালিতে ১৪৪ ধারা জারি থাকায় তাদের বাধা দিতে আসে পুলিশ বাহিনী। বাহিনীরই সামনে ছিলেন পাগড়ি পরিহিত আইপিএস অফিসার যশপ্রীত সিং। যাঁকে দেখে অগ্নিমিত্রা ‘খলিস্তানি’ বলে মন্তব্য করেন।
- ‘প্রতিটি পাগড়ি পরা ব্যক্তি খালিস্তানি’
- আইপিএস যশপ্রীত সিংকে খালিস্তানী বলে মন্তব্য
- অভিযোগ,ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন অগ্নিমিত্রা পাল
- ‘‘ পাগড়ি পরেছি বলে খলিস্তানি!
- আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন?’’
- অগ্নিমিত্রা পালকে সরব প্রতিবাদ আইপিএসের
বাংলা ছাড়িয়ে দেশজুড়ে বিতর্ক,নিন্দা-প্রতিবাদ, বিজেপির বিভেদের রাজনীতি বেশ ব্যাকফুটে। শিখসমাজও বিজেপির পার্টি অফিস ঘিরে বিক্ষোভে সামিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা অতিক্রম করে যাচ্ছে। বিজেপির মতে যেকোনও মানুষ পাগড়ি পরলেই তিনি খালিস্তানি। আমাদের শিখ ভাই-বোনদের এভাবে অপমান করার চেষ্টার তীব্র নিন্দা করি। দেশের জন্য তাঁদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত। আমরা বাংলার সামাজিক সংহতি বজায় রাখার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ । সংহতি নষ্ট করার কোনও চেষ্টা হলে তাকে কড়া হাতে দমন করা হবে। আরটিআই অ্যাকটিভিস্ট ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে থেকে সাংসদ ডেরেক ও ব্রায়েন শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের নিন্দায় সরব। তাঁরা স্পষ্ট জানিয়েছেন,উস্কানিমূলকও বিভেদকামী মন্তব্য করে বিজেপি প্রমাণ করছে,সংবিধান,গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতা কিছুই মানে না। বাংলাজোড়া প্রতিবাদের মাঝে বিজেপি বিভেদের রাজনীতি সংশোধন করুক চায় শিখসমাজ।