
The Truth of Bengal: আজ এরা সন্ত্রাসের সওদাগর হয়ে উঠেছে। বৃহস্পতিবার শহিদ দিবসের প্রস্তুতি মঞ্চ পরিদর্শন করতে এসে, মণিপুর ইস্যুতে নাম না করে বিজেপি নেতৃত্বকে এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ, বর্তমান কেন্দ্র সরকার, সবার আওয়াজ স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। গত তিন মাস ধরে জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। দফায় দফায় সংঘর্ষে ক্ষতবিক্ষত হচ্ছে মানবিকতা। তার উপর ঘৃতাহুতি দিয়েছে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর পর গণধর্ষণ করা।
এই নক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হতেই লজ্জিত হয়ে ওঠে গোটা দেশ। বিষয়টি নিয়ে সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই আলোচনা চেয়েছিল তৃণমূলকংগ্রেসসহ বিরোধীরা। কিন্তু সরকারপক্ষ তা মেনে নেয়নি। এর প্রেক্ষিতে বিজেপি সরকারকে তীব্রভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধীদের আওয়াজ স্তব্ধ করার চেষ্টা করছে এই সরকার।
মণিপুরের ভাইরাল ভিডিওর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, গোটাদেশ মণিপুরের সঙ্গে রয়েছে। মমতা আরও জানান, মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ৫ সাংসদকে পাঠিয়েছেন মণিপুরে। তিনি নিজে যেতে চেয়েছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি চান, আগামী দিনে কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মিলে মণিপুরে যেতে পারলে ভালো হবে।