বিরোধীদের বিরোধিতা জন্য গঠনমূলক আলোচনার প্রয়োজন! ইন্ডিয়া জোটের বৈঠকের আগে বার্তা মমতার
Mamata Banerjee on Lok Sabha Election 2024

The Truth of Bengal: ঠিকমতো বিরোধীদের আসন সমঝোতা হলে বিজেপি জিততো না। এটা বিজেপির জয় নয়, ভোট কাটাকাটির জয়। বিধানসভায় দাঁড়িয়ে ৫ রাজ্যের ফল নিয়ে মতপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝিয়ে দেন, এটা মানুষের পরাজয় হয়নি, এটা কংগ্রেসের পরাজয় হয়েছে। আগামীর পথ নির্দেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা বিরোধীরা বোঝাপড়া করলে চব্বিশে বিজেপির সরকার আর ক্ষমতায় আসবে না। একইসঙ্গে প্রশাসনিক প্রধান, বিরোধীদের হৈহট্টগোলও সভা বারবার পণ্ড করার চেষ্টাকেও কটাক্ষ করতে গিয়ে সাফ জানান, বাংলায় বিজেপি আগে লোকসভায় ৫ টা আসন পাক,তারপর ২৫ টা আসন জিতবে।
৫ রাজ্যের ফল বেরোতেই বিজেপি উল্লসিত। তাঁরা এই জনাদেশকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করছে, নরেন্দ্র মোদির প্রতি মানুষের আস্থা অটুট। বিজেপির সেই প্রচারকে এবার খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার এই জয়ের পিছনে অঙ্কটা কী তাও সরল সমীকরণের মাধ্যমে দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেন তিনি। বুঝিয়ে দেন,তাঁর ওয়ান ইজ টু ওয়ান ফর্মূলা কংগ্রেস না মানায় ফল ভুগতে হল বিরোধীদের। রাজনীতির নানা উত্থানপতনের সাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিজেপির জয় কীভাবে হল তা বুঝিয়ে বলেন। অঙ্কটা পরিস্কার করে তিনি বলেন,
- বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে ৩৯শতাংশ ভোট
- বিজেপি পেয়েছে ৪২ শতাংশের কাছে ভোট
- ১২শতাংশ ভোট কেটেছে ইন্ডিয়া জোটের শরিকরা
- কংগ্রেস-বিরোধীদের সম্মিলিত ভোট সবথেকে বেশি
- একের বিরুদ্ধে এক প্রার্থী হলে হেরে যেত বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমত, ‘এটা বিজেপির জয় নয়, এটা ভোট কাটাকাটির জয়। আসন সমঝোতা ঠিকঠাক হলে এরকম ফল হত না’। তিনি আরও বলেন, ‘এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়, জনাদেশ বিজেপির বিরুদ্ধে’। লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী রাজস্থানের কথা তুলে ধরে বলেন, রাজস্থানেই ৭০ টা আসন ওরা জিতে গেছে।
- শুধু প্রচার করলেই হয় না,আর বক্তৃতা দিলেই হয় না
- ভোটে আসল হল স্ট্র্যাটেজি ঠিক করতে হয়
- শুধু বিজ্ঞাপন দিয়ে হয় না, স্ট্র্যাটেজিটাই বড়
- বাংলায় বিজেপি বলছে ২৫ আসন পাবে
- সবার আগে ৫টা আসন পেয়ে দেখাক
- চব্বিশে বিরোধীদের ভোট কাটাকাটি রোখা দরকার
- সার্বিক সমঝোতা হলে বিজেপি হারবে
এই পরিস্থিতিতে বুধবার সন্ধেয় দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বইয়ে তিন দফায় বৈঠকের পর আগামী সপ্তাহে দিল্লিতে আবার বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাস্তবোচিত বক্তব্য, বিরোধীদের রাজনীতির পার্টিগণিত মেলাতে সুবিধা করবে বলে পর্যবেক্ষকদের অভিমত। মুখ্যমন্ত্রী বিরোধীদের বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। স্পিকারের রুলিং ও নির্দেশ মেনে চলার কথাও জানান তিনি।
Free Access