কলকাতামসনদের লড়াইরাজনীতি

প্রচারে ব্যস্ত রচনা, দলবদল করলেন প্রাক্তন স্বামী

Rachana Banerjee

The Truth of Bengal: প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে হুগলিতে পড়ে আছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে ঝড় তুলে তিনি পৌঁছ যাচ্ছেন মানুষের কাছে। একদিকে রচনা যখন প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময়ে দল বদল করলেন তার প্রাক্তন স্বামী। প্রাক্তন সাংসদ সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। ওড়িয়া সিনেমার জনপ্রিয় এই নায়ক এতদিন বিজেডি-তে ছিলেন। বিজেডি-র টিকিটে সাংসদও হয়েছিলেন। লোকসভা নির্বাচনের পাশাপাশি এবার একইসঙ্গে ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে। সেই ভোটের ঠিক আগেই তিনি যোগ দিলেন বিজেপিতে। জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারবে।

একটা সময় ওড়িয়া সিনেমায় জনপ্রিয় নায়িকা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমা করেছেন তিনি। ব্যাপক জনপ্রিয় হয়েছিল সেই সব সিনেমা। পরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়েও করেছিলেন। কিন্তু, সিদ্ধান্তের পরিবার রচনাকে মেনে নেয়নি। ফলে সেই সম্পর্ক দীর্ঘায়িত হয়নি। বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। পরে রচনা প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। সেই রচনা এবার হুগলিতে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধায়ের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের টিকিটে।

লকেটকে হারাতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রচনা। প্রতিদিন এলাকায় চষে বেড়াচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথায় লড়াইয়ে জড়িয়ে পড়ছেন। এমন আবহে এবার রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। ২০০৯ সালে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয়লাভ করেছিলেন সিদ্ধান্ত। ২০১৪ সালেও ওই আসন থেকেই জিতেছিলেন তিনি। কিন্তু, ২০১৯ সালে ওই আসনে আর প্রার্থী হননি সিদ্ধান্ত। সংসদীয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া সিদ্ধান্ত আবার ফিরলেন রাজনীতিতে। ঘর বদল করে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে।

Related Articles