
The Truth of Bengal: পুলিশকে হিজড়ে নপুংসক বলে আক্রমণ দিলীপ ঘোষের! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের। পাশাপাশি তৃণমূল নেতাদেরও গাছে বেঁধে রাখার হুশিয়ারি দিলিপের। রবিবার খড়গপুর গ্রামীণের মোহনপুর এলাকায় দলীয় পথ সভায় যোগ দিতে এসে পুলিশ সহ শাসক শিবির কে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ।
বিজেপি সাংসদদের প্রশ্ন, পুলিশের কাজ কি? শুধুই বিরোধীদের আটকানো। সাম্প্রতিক সময়ে বিজেপির একটি মিছিলের পর বিজেপি কর্মীদের পুলিশ আটক করার ঘটনাকে তুলে ধরে পুলিশকে হিজড়ে, নপুংসক বলে আক্রমণ দিলিপের। তৃণমূল মিছিল করলে কতজনকে আটক করেন? প্রশ্ন দিলিপের।
পুলিশের মেরুদন্ড নেই, শুধু চামচাগিরি করবে, গরু পাচারের টাকা তুলবে! একই সাথে দিলীপ ঘোষের দাবি, মানুষের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ছে তৃণমূল নেতারা। এলাকায় এরা কোন কাজ করবে না, করতে দেবে না। এরপর এরা এলাকায় এলে গাছে বেঁধে রাখবেন, নিদান দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের এমন মন্তব্য ঘিরে নতুন করে জারি বিতর্ক।