‘CAG রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা’,প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
Comptroller and Auditor General Report

The Truth of Bengal: শুক্রবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে সিএজি রিপোর্টের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কড়া চিঠি’ও লিখেছেন তিনি। রেড রোডের ধর্না মঞ্চ থেকে চড়া সুরে কেন্দ্রের সমালোচনা করেন মমতা।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট (সিএজি রিপোর্ট)- শুক্রবার সেই রিপোর্টেরই নিন্দা করলেন মমতা। তিনি জানান, কেন্দ্র ওই রিপোর্টে রাজ্যের কাছ থেকে এমন সময় কালের হিসাব চেয়েছে, যখন তৃণমূল ছিল ‘শিশু’। মমতা বলেন, ‘‘আমার কাছ থেকে ওরা ২০০৩ সালের রিপোর্ট চাইছে। তৃণমূল তখন ‘বেবি’! মাত্র পাঁচ বছর বয়স দলটার।
সে সময়ে কী হয়েছে, আমি তার হিসাব দেব? আমি তার দায়িত্ব নেব? অভিষেকের কাছ থেকে এমন হিসাব ওরা চাইছে, যখন ও জন্মায়নি।’’ কেন্দ্রের কাছ থেকে আসা টাকা খরচের হিসাব বা ব্যবহারিক শংসাপত্র (ইউসি) কেন্দ্রকে পাঠানো হয়েছে বলেও জানান মমতা। তিনি বলেন, ‘‘আমরা সব হিসাব দিয়েছি। তৃণমূল চোর? তা হলে তোমরা কী? কেন্দ্র তো সব বিভাগেই ৩০ শতাংশ কমিশন খায়। আমি কড়া চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে।’’