
The Truth of Bengal: রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে গত তিনদিন ধরে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না দিয়েছেন তৃণমূল বিধায়করা। এরমধ্যে একদিন সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্নামঞ্চ থেকেই থালা বাজিয়ে স্লোগান উঠেছে, ‘মোদী-অমিত দুটোই চোর’। পাল্টা প্রতিবাদী ধর্না করেছে বিজেপি দলের বিধায়করা।
এদিকে তৃণমূলের ধর্না শেষ হতেই শুক্রবার বিধানসভা চত্ত্বরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সহ বাকি বিজেপি বিধায়করা গঙ্গাজল দিয়ে ধুতে নেমে পড়লেন। তাঁর কথায়, ‘চোরেরা বসে’ ওই স্থান অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে ধুতে হবে। দেখা গেল, মাথায় কলসি নিয়ে শুভেন্দু গঙ্গা জল ঢালছেন। তারপর গামছা দিয়ে মুছছেন। কার্যত চরম নাটাকীয় ঘটনা ঘটে এই দিন। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়কদের মতে, এই গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে বিজেপি মহিলাদের অসম্মান এবং বর্ণবৈষম্য সৃষ্টি করছে।
এই আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। সেই সময়ে বিধানসভার সিঁড়িতে বসে ধর্না দিচ্ছিলেন বিজেপি বিধায়করা। জাতীয় সঙ্গীতের সময়ে উঠে না দাঁড়ানোয় বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর হয়েছে। কারণ, তাঁরা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে অভিযোগ।
Free Access