তেলেঙ্গানা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি! দাবি জি কিষান রেড্ডির
Telengana Election Campaign

The Truth of Bengal: বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তেলেঙ্গানায়। দাবি করলেন বিজেপি নেতা জি কিষান রেড্ডি। তিনি বলেন, বিআরএস তেলেঙ্গানার ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। মানুষ এবার পরিবর্তন চাইছে। তাই বিকল্প হিসাবে তারা বিজেপিকেই বেছে নেবে। বিআরএস ও কংগ্রেস উভয়েই তেলেঙ্গানাবাসীকে বোকা বানিয়েছে। তাদের হাতের পুতুলে পরিণত করেছে। জি কিষান রেড্ডির দাবি বিজেপি ক্ষমতায় এলে এইসব শেষ হবে। বিআরএস সরকারের বিরুদ্ধে জনতার রোষ একেবারে আগ্নেয়গিরির মত ফুটছে। সেইজন্যই গেরুয়া শিবির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটি জনসভা করেছেন। বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়। তেলেঙ্গানাতেও বিজেপি নিজের প্রতিশ্রুতি পালন করবে। তেলেঙ্গানায় বিগত দিনের পুরসভা ভোটে বিজেপি ভালো ফল করেছে। এর থেকেই প্রমাণ হয় বিজেপিকে চাইছে আমজনতা। বিগত দিনে তেলেঙ্গানায় যারা শাসন করেছে তারা এখানকার বাসিন্দাদের চাহিদা পূরণে ব্যর্থ। বিজেপির দাবি, কৃষক, স্কুল পড়ুয়া, যুব সমাজ এবং সরকারি কর্মচারীরাও হতাশ। তাই এবারে বিজেপির ক্ষমতায় ফেরা কেউ রুখতে পারবে না।
যদিও বিজেপির এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিআরএস এবং কংগ্রেস। তাদের পাল্টা দাবি, বিগত কয়েকটি রাজ্যে ধাক্কা খেয়েছে বিজেপি। আগে থেকে ঢাক পেটানোই তাদের কাজ। তবে এতসব কিছু করে লাভ হবে না। বিজেপিকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আগামী বছরের লোকসভা নির্বাচনেও দিল্লিতে নিজেদের ক্ষমতা হারাবে বিজেপি। তবে শেষ হাসি কে হাসবে তা ঠিক হবে ৩০ নভেম্বর ভোটের পরই।
Free Access