কলকাতারাজনীতি

সকাল থেকেই ব্রিগেডমুখী রাজপথে ‘জনগর্জন’, জমায়েতে উপচে পড়তে পারে ময়দান

Jonogorjon Shova

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে ‘জনগর্জন। তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ থেকে জবাব দেওয়া হবে কেন্দ্রকে। কেন্দ্রীয় বঞ্চনার জবাব দেওয়া হবে অতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে। সভা সফল করতে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকরা। সকাল থেকে বাসে, ট্রেনে, গাড়িতে আসছেন কর্মীরা। ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে তৃণমূলের। আগের সব রেকর্ড ভাঙতে চায় শাসক দল। সকাল থেকে জমায়েত শুরু ব্রিগেডে। বিভিন্ন জায়গা থেকে আসছে মিছিল।

ব্রিগেড সমাবেশ থেকে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক’দিন আগে বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছে। আজ ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে।

এতদিন সাধারণত কালীঘাটে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার দিন বা দু-একদিন আগে-পরে প্রার্থী ঘোষণা করা হয়। এবার এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রার্থী ঘোষণা। প্রকাশ সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। তৃণমূলের ব্রিগেডে আরও অনেক চমক থাকতে পারে। লোকসভায় প্রচারের কৌশল কী হবে, কী কী স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়বে দল, ভোটকে কেন্দ্র করে কী কী কর্মসূচি থাকবে তার সবটাই জানাতে পারেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles