রাজনীতিশিক্ষা

কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে প্রশ্ন! প্রতিবাদে সরব শিক্ষামহল

National Education Policy

The Truth of Bengal: শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার পথে হাঁটছে দেশ। সিলেবার থেকে শুরু করে পঠনপাঠনের ধরন, সব কিছুতেই ব্যাপক বদল আসতে চলেছে। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেছে UGC অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নয়া শিক্ষানীতি চালুর জন্য ইতিমধ্যে দুটি নতুন পোর্টালও চালু করেছে ইউজিসি। কিন্তু, কেন্দ্রের এই নয়া শিক্ষানীতি মানতে নারাজ বেশ কয়েকটি রাজ্য। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের নয়া শিক্ষা নীতিতে গৈরিকীকরণের ছাপ আছে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। শুধু তাই নয়, বিজ্ঞানবিরোধী পাঠ্যক্রমের প্রচার, পাঠ্যক্রমের বিকৃতি এবং ইউজিসি থেকে আর্থিক সহায়তা এবং অনুদান সম্পূর্ণ প্রত্যাহার সহ একাধিক নিয়ন্ত্রক ব্যবস্থা আরোপ করাই লক্ষ্য কেন্দ্রের।

যাতে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা এবং গবেষণার সম্ভাবনার ওপর প্রভাব পড়ছে। সেই জন্য কেন্দ্রের এই শিক্ষা নীতি শুরু হয়েছে প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র রাজভবন দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে হস্তক্ষেপ করা হচ্ছে। এখন ৩১টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ মেয়াদি উপাচার্য বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নেই। অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। এখানে অভিযোগ উঠছে রাজভবনের হস্তক্ষেপের। প্রতিবাদে দ্য এডুকেশন ফোরাম পশ্চিমবঙ্গের তরফে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়ে গেল একটি সেমিনার। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ উপস্থিত বিশিষ্ট জনেরা।

অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। যাতে রাজ্যের উচ্চশিক্ষার ওপর প্রভাব পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনে সমস্যা হচ্ছে। কেন্দ্রের নয়া শিক্ষানীতি বাস্তবায়নে এই ভাবে ঘুরপথে রাজভবনকে ব্যবহার করার অভিযোগ উঠছে শিক্ষা মহল থেকে। প্রতিবাদে দ্য এডুকেশন ফোরাম পশ্চিমবঙ্গের তরফে আয়োজিত সেমিনারে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উপস্থিত ছিলেন জাতীয়স্তরের শিক্ষা জগতের পরিচিত মুখ যোগেন্দ্র যাদব। তিনিও কেন্দ্রের নয়া শিক্ষানীতির সমালোচনায় মুখর হন। কেন্দ্রের নয় শিক্ষানীতিকে সঙ্কট বলে অভিহিত করা হচ্ছে। আর সেই সঙ্কট মোকাবিলার পথ খোঁজার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রে এই শিক্ষা নীতি মানবে না বলে। ফলে কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে প্রতিবাদ তীব্র হচ্ছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সেমিনারে প্রত্যেক বক্তাই প্রতিবাদে সরব হন। সভায় উপস্থিত ছিলেন, অধ্যাপক দেবনারায়ণ বন্দোপাধ্যায়, অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, সুবোধ সরকার, অধ্যাপক প্রফেসর গৌতম পাল ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।

Related Articles