রাজনীতি
Trending

বিদেশের মাটিতে দাঁড়িয়ে ইডিকে কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee

The Truth of Bengal: চোখের অপারেশনের জন্য আমেরিকায় গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর এই বিদেশযাত্রা ঘিরে কম জলঘোলা হয়নি। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে, বিচারপতিদের প্রশ্নবাণের মুখে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল ইডি আধিকারিকদের। অবেশেষে কটাদিন চুপ থাকার পর, ফের ট্যুইটে বার্তা দিলেন অভিষেক। তিনি ইডির উদ্দেশে বলেছেন, দেশের প্রতি কেন্দ্রীয় এই সংস্থার যে দায়িত্ব রয়েছে, তা ঠিকঠাক ভাবে পালন করছেন না তদন্তকারী অফিসারেরা। পুরোপুরি রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন তাঁরা।

অভিষেকের অভিযোগ, ইডি-র কোনও সৎ সাহস নেই স্পষ্ট করে কোনও অভিযোগ আনার। ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি, এই অভিযোগ আগেও এনেছেন অভিষেক। কিন্তু, বিদেশে গিয়ে ফের একবার তোপ দাগা, বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। কয়লাপাচারকাণ্ডে একাধিকবার ইডির মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। এমনকী কুন্তল ঘোষের চিঠি সূত্র ধরেও তাঁকে তলব করা হয়েছিল।

অভিষেক প্রথম থেকেই দাবি করে এসেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হেনস্থা করা হচ্ছে। প্রসঙ্গত, গতমাসের শেষের দিকে অভিষেক চোখের চিকিৎসা করাতে আমেরিকা গিয়েছেন। যাওয়ার আগে তিনি ইডিকে পুরো বিষয়টি জানিয়েছিলেন। সূত্রের খবর, তিনি আগামী ২০ অগাস্ট পর্যন্ত  আমেরিকাতেই থাকবেন। জানা গিয়েছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে সাংসদ ডেরেক ওব্রায়েনের স্ত্রীর বাড়িতেই থাকবেন তিনি।

 

Related Articles